Ajker Patrika

হামলায় আহত হাতপাখার মেয়রপ্রার্থী ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১২ জুন ২০২৩, ১৭: ২৬
হামলায় আহত হাতপাখার মেয়রপ্রার্থী ফয়জুল করীম

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলা হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে নগরের ২২ নম্বর ওয়ার্ডের ছাবেরা খাতুন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ফয়জুল করীম দাবি করেছেন, আওয়ামী লীগের কর্মীরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। তাতে তাঁর দাঁত দিয়ে রক্ত বেরিয়ে আসে। 

খবর পেয়ে ঘটনার পরপরই মেট্রোপলিটন কমিশনার সাইফুল ইসলাম ঘটনাস্থলে হাজির হন। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে শুনলাম তাঁকে (হাতপাখার প্রার্থী) কে বা কারা ঘুষি দিয়েছেন। তাঁকে আসলে ঢুকতে বাধা দেন নৌকার লোকজন। এরপর তিনি যখন বলেন, ভোট যে যার মতো দেবেন। এরপরপরই তাঁকে ঘুষি মারা হয়। আমি দেখেছি, তাঁর দাঁত দিয়ে রক্ত বের হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে আছি। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

প্রিসাইডিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন অবশ্য বলেন, প্রার্থী তাঁর কাছে এসে বাধা দেওয়ার অভিযোগ করেন। এর পরপরই কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত