নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বাসের সঙ্গে যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষের পৃথক দুটি ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই টেম্পোর যাত্রী ছিলেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর এলাকায় দুর্ঘটনায় দুজন এবং অপর তিনজন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটির জিরোপয়েন্ট এলাকায় নিহত হন।
বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর এলাকায় দুর্ঘটনায় নিহত দুজন হলেন বাবুগঞ্জের মাধবপাশা গ্রামের মতিলাল দাস (৫০) ও নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিটি করপোরেশনের কর্মচারী সেন্টু হাওলাদার (৪৮)।
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিহতরা হলেন সুরভী খান (৪৩), রাজীব (২৭) ও জসীম (৩০)। দুটি ঘটনায় আহত আরও চার টেম্পোযাত্রীকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত সুরভী খানের ভাই আসাদুজ্জামান জানান, সুবিদখালী ইউনিয়নের কর্মস্থল থেকে তাঁর বোন সুরভী টেম্পোতে বরিশাল নগরীর বটতলা এলাকার বাসায় ফিরছিলেন। সুরভী ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পদে চাকরি করতেন।
স্থানীয় সূত্র জানায়, নলছিটির জিরোপয়েন্টে ঢাকা থেকে কুয়াকাটাগামী বেপারী পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষে ঘটনাস্থলে রাজীব ও জসীম নামের দুজন নিহত হন। সুরভী খানকে বরিশাল বরিশাল শেবাচিম হাসপাতালে আনার পর আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি হেলাল উদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে থানা ভবনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে যশোর রুটের চাকলাদার পরিবহনের সঙ্গে যাত্রীবাহী একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত তিন টেম্পোযাত্রী উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তবরত চিকিৎসক মতিলাল ও সেন্টু হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
বরিশালে বাসের সঙ্গে যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষের পৃথক দুটি ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই টেম্পোর যাত্রী ছিলেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর এলাকায় দুর্ঘটনায় দুজন এবং অপর তিনজন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটির জিরোপয়েন্ট এলাকায় নিহত হন।
বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর এলাকায় দুর্ঘটনায় নিহত দুজন হলেন বাবুগঞ্জের মাধবপাশা গ্রামের মতিলাল দাস (৫০) ও নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিটি করপোরেশনের কর্মচারী সেন্টু হাওলাদার (৪৮)।
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিহতরা হলেন সুরভী খান (৪৩), রাজীব (২৭) ও জসীম (৩০)। দুটি ঘটনায় আহত আরও চার টেম্পোযাত্রীকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত সুরভী খানের ভাই আসাদুজ্জামান জানান, সুবিদখালী ইউনিয়নের কর্মস্থল থেকে তাঁর বোন সুরভী টেম্পোতে বরিশাল নগরীর বটতলা এলাকার বাসায় ফিরছিলেন। সুরভী ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পদে চাকরি করতেন।
স্থানীয় সূত্র জানায়, নলছিটির জিরোপয়েন্টে ঢাকা থেকে কুয়াকাটাগামী বেপারী পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষে ঘটনাস্থলে রাজীব ও জসীম নামের দুজন নিহত হন। সুরভী খানকে বরিশাল বরিশাল শেবাচিম হাসপাতালে আনার পর আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি হেলাল উদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে থানা ভবনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে যশোর রুটের চাকলাদার পরিবহনের সঙ্গে যাত্রীবাহী একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত তিন টেম্পোযাত্রী উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তবরত চিকিৎসক মতিলাল ও সেন্টু হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১১ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৯ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪৪ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে