Ajker Patrika

বরিশাল সিটি নির্বাচন: নৌকা পেতে তৎপর মেয়র সাদিকের চাচা 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ৩১
বরিশাল সিটি নির্বাচন: নৌকা পেতে তৎপর মেয়র সাদিকের চাচা 

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক পেতে মাঠে নেমেছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। আজ রোববার প্রথম দিনে খোকন সেরনিয়াবাত মনোয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন মেয়র সাদিক আব্দুল্লাহ।

শোডাউন করে মনোনয়নপত্র জমা দিতে চাচা ও ভাতিজার অনুসারীরা রাজধানীতে অবস্থান করছেন। প্রায় ৫ বছর পর নৌকা পেতে এভাবে আপন চাচাসহ দলীয় নেতাদের মুখোমুখি হওয়ায় মেয়র সাদিকের মনোনয়ন পাওয়া নিয়ে নগরে নানা ধরনের গুঞ্জন চলছে।

রোববার বেলা ১১টার দিকে ধানমন্ডি আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে নগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন বিসিসি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। 

এর পরপরই বঙ্গবন্ধু পরিবারের সদস্য খোকন সেরনিয়াবাতের পক্ষে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট সজিব। পরে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনও মনোনয়ন পত্র সংগ্রহ করেন। জসীম এবং মামুন এ তথ্য স্বীকার করে বলেছেন, তাঁরা নেত্রীর সামনে গিয়ে বরিশালের চিত্র তুলে ধরে মনোনয়ন চাইবেন। 

জানা গেছে, খোকনের পক্ষে আওয়ামী লীগ ও কাউন্সিলরদের একটি অংশ মনোনয়নপত্র জমাদানকালে অবস্থান করবেন। নগরের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়ার রহমান বিপ্লব আজকের পত্রিকাকে বলেন, আমরা সিটি করপোরেশনের ১০ জন কাউন্সিলর খোকন সেরনিয়াবাতের সমর্থনে মনোনয়ন ফরম জমা দেব। গত ৫ বছরে নগরে তাঁরা দায়িত্ব পালন করতে পারেননি। কোনো উন্নয়নকাজেও অংশ নিতে পারেননি। এজন্য একজন যোগ্য মেয়র প্রার্থী চাইবেন তাঁরা। 

এদিকে মেয়র সাদিক আব্দুল্লাহর পক্ষে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন তাঁর অনুসারীরা। এজন্য জেলা ও মহানগর আওয়ামী লীগের দুই ডজন শীর্ষ নেতাকে ঢাকায় যেতে বলেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এর বাইরে ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীরা এখন ঢাকায় অবস্থান করছেন। 

নগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আফজালুল করিম আজকের পত্রিকাকে বলেন, মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে ঢাকায় দলীয় কার্যালয়ে যেতে বলা হয়েছে। তাঁরা মেয়র সাদিকের পক্ষে সোমবার মনোনয়ন সংগ্রহ করবেন।’ 

বরিশাল নগর আওয়ামী লীগের অপর সহসভাপতি গাজী নইমুল হোসেন লিটু আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র সাদিকের পক্ষে সোমবার তাঁরা দলীয় মনোনয়ন সংগ্রহ করবেন। ১২ এপ্রিল জমা দিবেন। মনোনয়ন পত্র সংগ্রহে তাঁরা জেলা ও মহানগরের ২০-২৫ জন যাবেন।’ তিনি আরও বলেন, ‘মেয়র সোমবার আজমির শরীফ থেকে ঢাকায় ফিরবেন। নৌকা সাদিকই পাবেন এমনটা ১০০ ভাগ আশাবাদী তাঁরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত