পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে গত বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিন প্রায় ৭৮ লাখ টাকার মাছ বাকিতে কিনেছেন এক পাইকারি মাছ ব্যবসায়ী। পরে গত রোববার সেসব টাকা পরিশোধের কথা থাকলেও ওই দিন থেকেই তিনি উধাও হয়ে যান। পরে আড়তের মালিকেরা থানায় অভিযোগ দিলে আজ বুধবার ভোররাতে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই পাইকারি মাছ ব্যবসায়ীর নাম নিলয় পারভেজ বাবলু। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আফজাল হোসেনের ছেলে। তিন বছর যাবৎ তিনি মহিপুর মৎস্য বন্দরের বিভিন্ন আড়ত থেকে পাইকারি মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন।
মহিপুর মৎস্য আড়তের মালিকেরা বলছে, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ১৬টি আড়ত থেকে বাকিতে প্রায় ৭৮ লাখ টাকার মাছ কেনেন নিলয়। রোববার সন্ধ্যা সবাইকে টাকা দেওয়ার কথা থাকলেও ওই দিনের তিনি গা ঢাকা দেন। পরে ওই দিন রাতে একটি আড়তের মালিক বাদী হয়ে মহিপুর থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজা আহম্মেদ রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মৎস্য বন্দরে সব পাইকারি ব্যবসায়ীই বাকিতে মাছ কেনাবেচা করেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় তিন দিনে ৭৮ লাখ টাকার মাছ কিনে সে পালিয়ে যায়। পরে আমাদের কয়েকটি টিম তার গ্রামের বাড়ি সাতক্ষীরায় খোঁজখবর নিয়েও তাকে পায়নি। অবশেষে মহিপুর থানা-পুলিশের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়।’
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গরিবের টাকা মেরে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিলেন নিলয় পারভেজ। তিনি মাছগুলো ঢাকার কারওয়ান বাজার বিক্রি করে, সেই টাকা নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু মহিপুর থানা-পুলিশ বিভিন্নভাবে অভিযান চালিয়ে তাঁকে ঢাকার ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে মাছ বিক্রির ১০ লাখ ৫০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। বাকি টাকা তিনি কোথায় রেখেছেন তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে গত বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিন প্রায় ৭৮ লাখ টাকার মাছ বাকিতে কিনেছেন এক পাইকারি মাছ ব্যবসায়ী। পরে গত রোববার সেসব টাকা পরিশোধের কথা থাকলেও ওই দিন থেকেই তিনি উধাও হয়ে যান। পরে আড়তের মালিকেরা থানায় অভিযোগ দিলে আজ বুধবার ভোররাতে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই পাইকারি মাছ ব্যবসায়ীর নাম নিলয় পারভেজ বাবলু। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আফজাল হোসেনের ছেলে। তিন বছর যাবৎ তিনি মহিপুর মৎস্য বন্দরের বিভিন্ন আড়ত থেকে পাইকারি মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন।
মহিপুর মৎস্য আড়তের মালিকেরা বলছে, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ১৬টি আড়ত থেকে বাকিতে প্রায় ৭৮ লাখ টাকার মাছ কেনেন নিলয়। রোববার সন্ধ্যা সবাইকে টাকা দেওয়ার কথা থাকলেও ওই দিনের তিনি গা ঢাকা দেন। পরে ওই দিন রাতে একটি আড়তের মালিক বাদী হয়ে মহিপুর থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজা আহম্মেদ রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মৎস্য বন্দরে সব পাইকারি ব্যবসায়ীই বাকিতে মাছ কেনাবেচা করেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় তিন দিনে ৭৮ লাখ টাকার মাছ কিনে সে পালিয়ে যায়। পরে আমাদের কয়েকটি টিম তার গ্রামের বাড়ি সাতক্ষীরায় খোঁজখবর নিয়েও তাকে পায়নি। অবশেষে মহিপুর থানা-পুলিশের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়।’
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গরিবের টাকা মেরে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিলেন নিলয় পারভেজ। তিনি মাছগুলো ঢাকার কারওয়ান বাজার বিক্রি করে, সেই টাকা নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু মহিপুর থানা-পুলিশ বিভিন্নভাবে অভিযান চালিয়ে তাঁকে ঢাকার ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে মাছ বিক্রির ১০ লাখ ৫০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। বাকি টাকা তিনি কোথায় রেখেছেন তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে দুই নারীকে নাকে খত দেওয়ানোর ঘটনায় ওই সালিসের প্রধান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগেকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নারী সদস্যকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটকের চেষ্টা করলে রোহিঙ্গা যুবকদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি হয়। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে
৩২ মিনিট আগেভোলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকের মধ্যে সংঘর্ষের জেরে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে আজ সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ পাঁচ পথে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
৩৫ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে ওসির নাম করে বিধান মৃধা নামের এক দোকানির কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. মনির হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে। মনির হোসেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের বাসিন্দা। ওই ভুক্তভোগী একই ইউনিয়নের জুলুহার গ্রামের বাসিন্দা।
১ ঘণ্টা আগে