Ajker Patrika

হিজলায় শাম্মী ও পংকজ সমর্থকদের মারামারি, আহত ২ 

হিজলা (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৬: ৫৬
হিজলায়  শাম্মী ও পংকজ সমর্থকদের মারামারি, আহত ২ 

বরিশালের হিজলা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের ঈগল ও ড. শাম্মী আহমেদের নৌকা মার্কার কর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের নেতা-কর্মীরা উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করে।  
 
জানা যায়, গতকাল শনিবার রাত ১০টার সময় উপজেলা সদর টেকের বাজারের পশ্চিম মাথায় স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের ঈগল মার্কার নির্বাচনী অফিসের এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী শাহাবুদ্দিন জানায়, ঈগল মার্কার অফিসসংলগ্ন চায়ের দোকানে আলমগীর নামে এক ব্যক্তি ঈগল মার্কার প্রার্থী পংকজ নাথকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন। তখন ঈগলের সমর্থক অহিদ সরদার প্রতিবাদ করে। এ নিয়ে মারামারি শুরু হলে অহিদ ঈগলের নির্বাচনী অফিসে যায়। তখন ৮-১০ জন অফিসে প্রবেশ করে অহিদকে মারধর ও অফিস ভাঙচুর করেন। 

স্থানীয় ইউপি সদস্য ঝন্টু ব্যাপারীর ড. শাম্মী আহমেদের অনুসারী আলমগীরের সঙ্গে ঝন্টু ব্যাপারীর লোকজন একত্রিত হয়ে এ হামলা করে বলে জানা গেছে। 

এতে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর বলেন, মারামারি ও নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত