পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বৃদ্ধা মায়ের চিকিৎসার জন্য বরগুনার পাথরঘাটা থেকে ঢাকায় আসতে হবে। কীভাবে আসা যায়, সেই আলাপচারিতায় জানতে পারেন, জীবনে একবার হলেও হেলিকপ্টারে চড়ে আকাশ দেখার ইচ্ছা ছিল মায়ের। জানামাত্রই আর বিকল্প না ভেবে মাকে ঢাকায় নিতে গ্রামেই হেলিকপ্টারের ব্যবস্থা করলেন ইতালিপ্রবাসী ছেলে।
আজ বুধবার উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ হোগলাপাশা এলাকা থেকে হেলিকপ্টারে চড়ে মাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান ইউসুফ আলী আকন। তিনি ওই এলাকার মৃত আব্দুল মান্নান আকনের ছেলে।
প্রবাসী ইউসুফ আলী প্রান্তিক জনগোষ্ঠী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইতালি প্রতিনিধি।
সরেজমিন দেখা যায়, চারদিকে ধানখেত এমন মাঠে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। সেটি দেখতে গ্রামের নারী, পুরুষসহ শিশুরা জড়ো হয়েছে। লাল রঙের একটি হেলিকপ্টার সেখানে এসে উপস্থিত হতেই শিশুদের সরব উচ্ছ্বাস। সবার কাছে দোয়া চেয়ে মাকে হেলিকপ্টারে ওঠালেন ইউসুফ আলী।
প্রবাসী ইউসুফ আলীর মা মোসা. জোবেদা বেগম বলেন, ‘আমি যখন যা চেয়েছি, আমার ছেলে সবকিছুই পূরণ করেছে। সব শেষে আমার হেলিকপ্টারে চড়ে আকাশ দেখার শখটাও আল্লাহর মেহেরবানিতে আমার ছেলে পূরণ করেছে। আমার ছেলের জন্য সবাই কাছে দোয়া করবেন।’
ইতালিপ্রবাসী ইউসুফ আলী বলেন, ‘আমি প্রবাসে নিজের ব্যবসা ও পেশা নিয়ে ব্যস্ত থাকি। যখনই সামান্য সুযোগ পাই, মায়ের কাছে চলে আসি। আমার মা শতবর্ষী একজন বৃদ্ধা। তাঁকে ঢাকায় চিকিৎসার জন্য নিতে হবে। ঢাকায় নেওয়ার উপায় নিয়ে আলোচনা প্রসঙ্গে মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে হেলিকপ্টারে চড়িয়ে ঢাকায় নিয়েছি।’
বৃদ্ধা মায়ের চিকিৎসার জন্য বরগুনার পাথরঘাটা থেকে ঢাকায় আসতে হবে। কীভাবে আসা যায়, সেই আলাপচারিতায় জানতে পারেন, জীবনে একবার হলেও হেলিকপ্টারে চড়ে আকাশ দেখার ইচ্ছা ছিল মায়ের। জানামাত্রই আর বিকল্প না ভেবে মাকে ঢাকায় নিতে গ্রামেই হেলিকপ্টারের ব্যবস্থা করলেন ইতালিপ্রবাসী ছেলে।
আজ বুধবার উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ হোগলাপাশা এলাকা থেকে হেলিকপ্টারে চড়ে মাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান ইউসুফ আলী আকন। তিনি ওই এলাকার মৃত আব্দুল মান্নান আকনের ছেলে।
প্রবাসী ইউসুফ আলী প্রান্তিক জনগোষ্ঠী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইতালি প্রতিনিধি।
সরেজমিন দেখা যায়, চারদিকে ধানখেত এমন মাঠে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। সেটি দেখতে গ্রামের নারী, পুরুষসহ শিশুরা জড়ো হয়েছে। লাল রঙের একটি হেলিকপ্টার সেখানে এসে উপস্থিত হতেই শিশুদের সরব উচ্ছ্বাস। সবার কাছে দোয়া চেয়ে মাকে হেলিকপ্টারে ওঠালেন ইউসুফ আলী।
প্রবাসী ইউসুফ আলীর মা মোসা. জোবেদা বেগম বলেন, ‘আমি যখন যা চেয়েছি, আমার ছেলে সবকিছুই পূরণ করেছে। সব শেষে আমার হেলিকপ্টারে চড়ে আকাশ দেখার শখটাও আল্লাহর মেহেরবানিতে আমার ছেলে পূরণ করেছে। আমার ছেলের জন্য সবাই কাছে দোয়া করবেন।’
ইতালিপ্রবাসী ইউসুফ আলী বলেন, ‘আমি প্রবাসে নিজের ব্যবসা ও পেশা নিয়ে ব্যস্ত থাকি। যখনই সামান্য সুযোগ পাই, মায়ের কাছে চলে আসি। আমার মা শতবর্ষী একজন বৃদ্ধা। তাঁকে ঢাকায় চিকিৎসার জন্য নিতে হবে। ঢাকায় নেওয়ার উপায় নিয়ে আলোচনা প্রসঙ্গে মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে হেলিকপ্টারে চড়িয়ে ঢাকায় নিয়েছি।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৪ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৪ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৫ ঘণ্টা আগে