নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বরিশালের গণসমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন নেতা কর্মী আহত হলেও ইশরাক অক্ষত আছেন।
আজ শনিবার সকালে বরিশালের গৌরনদীতে এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে বিএনপির মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত শায়রুল কবির খান জানিয়েছেন।
হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য ইশরাক হোসেন।
তবে স্থানীয় যুবলীগের নেতারা অভিযোগ করেছেন, তাদের উপরই বিএনপির গাড়িবহর থেকে প্রথম হামলা হয়, তাঁরা আত্মরক্ষা করেছেন।
বিএনপির অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসতিয়াক আজিজ উলফত বলেন, ইশরাক হোসেন প্রায় ৫০টি গাড়ির বহর নিয়ে বরিশাল যাওয়ার পথে গৌরনদীর মাহিলারায় পৌঁছালে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ১০টি গাড়ি ভাঙচুর করে ১০ জনকে আহত করে।
শনিবারের হামলায় আহতদের মধ্যে রয়েছেন-ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মামুন ভূঁইয়া, কর্মী রাসেল, রকি, বাবুল, খোকন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ইমরান, ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতা রকি ও আল আমিন।
ইশরাককে উদ্ধৃত করে শায়রুল কবির বলেন, বিএনপির সমাবেশগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারকে ভীত করেছে। জোয়ার আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে ‘স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দিয়ে’ বাধার সৃষ্টি করছে, কাপুরুষের মতো রাতের আঁধারে গাড়িবহরে চোরাগুপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে।
ইশরাক হোসেনের ভেরিফায়েড ফেইসবুক পেইজে লাইভ ভিডিওতে ভাঙচুর হওয়া বেশ কয়েকটি গাড়ির সঙ্গে দুয়েকজনকে রক্তাক্তও দেখা যায়।
গৌরনদীর মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রারি বলেন, ‘আমরা মাহিলারা মডার্ন ক্লাবে ২৫/২০ নেতা-কর্মী আড্ডা দিছিলাম। সকাল ৭টার দিকে ইশরাক হোসেন প্রায় শতাধিক মাইক্রোবাস নিয়ে বরিশাল যাওয়ার পথে মাহিলারায় অতর্কিত হামলা চালায়। এ সময় ইশরাকের অস্ত্রধারী সন্ত্রাসীরা আমাকে, বিলাশ কবিরাজ ও মাহিলারা বাজার ব্যবসায়ী সভাপতি মো. সহিদুল ইসলাম, যুবলীগ নেতা পলাশ কবিরাজ, আলীম হোসেন খান, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রাসেল সেরনিয়াবাতসহ কমপক্ষে ১৫ জনকে পিটিয়ে রক্তাক্ত আহত করেছে। গুরুতরভাবে আহত ৩ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাহিলাড়ায় কিছু একটা গন্ডগোলের খবর শুনেছি। পুলিশের একটি টিম ঘটনা স্থালে পাঠিয়েছি।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
বরিশালের গণসমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন নেতা কর্মী আহত হলেও ইশরাক অক্ষত আছেন।
আজ শনিবার সকালে বরিশালের গৌরনদীতে এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে বিএনপির মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত শায়রুল কবির খান জানিয়েছেন।
হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য ইশরাক হোসেন।
তবে স্থানীয় যুবলীগের নেতারা অভিযোগ করেছেন, তাদের উপরই বিএনপির গাড়িবহর থেকে প্রথম হামলা হয়, তাঁরা আত্মরক্ষা করেছেন।
বিএনপির অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসতিয়াক আজিজ উলফত বলেন, ইশরাক হোসেন প্রায় ৫০টি গাড়ির বহর নিয়ে বরিশাল যাওয়ার পথে গৌরনদীর মাহিলারায় পৌঁছালে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ১০টি গাড়ি ভাঙচুর করে ১০ জনকে আহত করে।
শনিবারের হামলায় আহতদের মধ্যে রয়েছেন-ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মামুন ভূঁইয়া, কর্মী রাসেল, রকি, বাবুল, খোকন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ইমরান, ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতা রকি ও আল আমিন।
ইশরাককে উদ্ধৃত করে শায়রুল কবির বলেন, বিএনপির সমাবেশগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারকে ভীত করেছে। জোয়ার আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে ‘স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দিয়ে’ বাধার সৃষ্টি করছে, কাপুরুষের মতো রাতের আঁধারে গাড়িবহরে চোরাগুপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে।
ইশরাক হোসেনের ভেরিফায়েড ফেইসবুক পেইজে লাইভ ভিডিওতে ভাঙচুর হওয়া বেশ কয়েকটি গাড়ির সঙ্গে দুয়েকজনকে রক্তাক্তও দেখা যায়।
গৌরনদীর মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রারি বলেন, ‘আমরা মাহিলারা মডার্ন ক্লাবে ২৫/২০ নেতা-কর্মী আড্ডা দিছিলাম। সকাল ৭টার দিকে ইশরাক হোসেন প্রায় শতাধিক মাইক্রোবাস নিয়ে বরিশাল যাওয়ার পথে মাহিলারায় অতর্কিত হামলা চালায়। এ সময় ইশরাকের অস্ত্রধারী সন্ত্রাসীরা আমাকে, বিলাশ কবিরাজ ও মাহিলারা বাজার ব্যবসায়ী সভাপতি মো. সহিদুল ইসলাম, যুবলীগ নেতা পলাশ কবিরাজ, আলীম হোসেন খান, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রাসেল সেরনিয়াবাতসহ কমপক্ষে ১৫ জনকে পিটিয়ে রক্তাক্ত আহত করেছে। গুরুতরভাবে আহত ৩ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাহিলাড়ায় কিছু একটা গন্ডগোলের খবর শুনেছি। পুলিশের একটি টিম ঘটনা স্থালে পাঠিয়েছি।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
৩ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৬ ঘণ্টা আগে