নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজিত বিভাগীয় সেমিনারে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। বসাকে কেন্দ্র করে আজ বুধবার বিকেলে নগরের মোহনা কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের অনুসারী কর্মী এবং ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না অনুসারীদের মধ্যে এ হট্টগোল ঘটেছে বলে জানা গেছে।
বেলা ৩টায় শুরু হওয়া সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়া প্রধান বক্তা ছিলেন ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার এবং সেমিনারের সভাপতিত্ব করেন সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের একদল কর্মী সেমিনার স্থলে প্রবেশ করেন। সেখানে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্নার অনুসারীরাও অবস্থান করছিলেন। এই দুই পক্ষের মধ্যে বসা নিয়ে বিরোধের জেরে বেশ কিছুক্ষণ চলে হাতাহাতি, মারামারি এবং চেয়ার ছোড়াছুড়ি। পরে তারা দৌড়ে রাস্তায় নেমেও মারামারি করে। এতে সেমিনারের কার্যক্রম ব্যাহত হয়।
খবর পেয়ে সেখানে পুলিশ অবস্থান নেয়। পরবর্তীতে কেন্দ্রীয় নেতারা গন্ডগোলকারীদের বের করে দিয়ে দরজা আটকে কর্মসূচি শেষ করেন।
ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না বলেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান বেলা ৩টার কর্মসূচিতে আসেন সাড়ে ৪টায়। তখন তিনি বসার জায়গা না পেয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে খারাপ আচরণ করেন। এটা নিয়ে তার অনুসারী কর্মীদের সঙ্গে জাহানের কর্মীদের হট্টগোল হয়েছে। পরে তিনি সেখান থেকে চলে এসেছেন।
তবে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান বলেন, পোলাপানের মধ্যে বসা নিয়ে কথা–কাটাকাটি হয়েছে। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়ায়। পরে সিনিয়ররা নিয়ন্ত্রণ আনেন। তিনি বলেন, দরজা আটকে কর্মসূচি করার তথ্য সঠিক নয়।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, সেমিনারে বিভাগের কেন্দ্রীয় সব নেতা উপস্থিত ছিলেন। এই সেমিনারে বক্তাদের বক্তব্যে উঠে এসেছে যে দেশের সাবেক সেনাপ্রধান, পুলিশ প্রধান দুর্নীতির দায়ে স্যাংশনের আওতায় আসে। যে কারণে দেশের অবস্থা আজ টালমাটাল। সবাইকে এ জন্য শপথ নিয়ে আগামী দিনে রাজপথে লড়াই করার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, সেমিনারে কে আগে, কে পিছে বসবে তা নিয়ে ৫–৭ মিনিট হট্টগোল হয়েছে মাত্র। পরে নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
বরিশালে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজিত বিভাগীয় সেমিনারে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। বসাকে কেন্দ্র করে আজ বুধবার বিকেলে নগরের মোহনা কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের অনুসারী কর্মী এবং ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না অনুসারীদের মধ্যে এ হট্টগোল ঘটেছে বলে জানা গেছে।
বেলা ৩টায় শুরু হওয়া সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়া প্রধান বক্তা ছিলেন ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার এবং সেমিনারের সভাপতিত্ব করেন সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের একদল কর্মী সেমিনার স্থলে প্রবেশ করেন। সেখানে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্নার অনুসারীরাও অবস্থান করছিলেন। এই দুই পক্ষের মধ্যে বসা নিয়ে বিরোধের জেরে বেশ কিছুক্ষণ চলে হাতাহাতি, মারামারি এবং চেয়ার ছোড়াছুড়ি। পরে তারা দৌড়ে রাস্তায় নেমেও মারামারি করে। এতে সেমিনারের কার্যক্রম ব্যাহত হয়।
খবর পেয়ে সেখানে পুলিশ অবস্থান নেয়। পরবর্তীতে কেন্দ্রীয় নেতারা গন্ডগোলকারীদের বের করে দিয়ে দরজা আটকে কর্মসূচি শেষ করেন।
ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না বলেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান বেলা ৩টার কর্মসূচিতে আসেন সাড়ে ৪টায়। তখন তিনি বসার জায়গা না পেয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে খারাপ আচরণ করেন। এটা নিয়ে তার অনুসারী কর্মীদের সঙ্গে জাহানের কর্মীদের হট্টগোল হয়েছে। পরে তিনি সেখান থেকে চলে এসেছেন।
তবে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান বলেন, পোলাপানের মধ্যে বসা নিয়ে কথা–কাটাকাটি হয়েছে। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়ায়। পরে সিনিয়ররা নিয়ন্ত্রণ আনেন। তিনি বলেন, দরজা আটকে কর্মসূচি করার তথ্য সঠিক নয়।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, সেমিনারে বিভাগের কেন্দ্রীয় সব নেতা উপস্থিত ছিলেন। এই সেমিনারে বক্তাদের বক্তব্যে উঠে এসেছে যে দেশের সাবেক সেনাপ্রধান, পুলিশ প্রধান দুর্নীতির দায়ে স্যাংশনের আওতায় আসে। যে কারণে দেশের অবস্থা আজ টালমাটাল। সবাইকে এ জন্য শপথ নিয়ে আগামী দিনে রাজপথে লড়াই করার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, সেমিনারে কে আগে, কে পিছে বসবে তা নিয়ে ৫–৭ মিনিট হট্টগোল হয়েছে মাত্র। পরে নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৬ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৬ ঘণ্টা আগে