Ajker Patrika

নিখোঁজের ১১ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৮: ১৩
নিখোঁজের ১১ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের ১১ দিন পর হেলাল হোসেন (২৬) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের একটি বাড়ির পেছনের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত হেলাল হোসেন পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার সাউথখালি গ্রামের আব্দুল কাদের কারীর ছেলে। তিনি ধানীসাফা গ্রামে তাঁর স্ত্রী সাজেদা বেগমকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং ইলেকট্রনিকস মেকানিক হিসেবে কাজ করতেন। তাঁদের তাবাসসুম নামে দেড় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। 

ধানীসাফা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. খোকন খান বলেন, ‘স্ত্রীর সঙ্গে প্রায়ই হেলালের পারিবারিক কলহ লেগে থাকত। গত ২৫ আগস্ট রাতে পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি ও মারামারির ঘটনা ঘটে। ওই দিন রাতেই হেলাল নিখোঁজ হন। পরে স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।’ 

ইউপি সদস্য আরও বলেন, ‘গতকাল সন্ধ্যায় স্থানীয় এক নারী শাক তুলতে গিয়ে স্থানীয় আলম বেপারীর বাড়ির পেছনের ডোবায় অর্ধগলিত অবস্থায় হেলালের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।’ 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, ‘নিখোঁজের বিষয়ে মৃতের স্ত্রী থানায় কোনো লিখিত অভিযোগ বা জিডি করেননি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত