Ajker Patrika

নেতা-কর্মীদের মুক্তির দাবিতে তালতলীতে বিএনপির বিক্ষোভ

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৯: ৩৩
নেতা-কর্মীদের মুক্তির দাবিতে তালতলীতে বিএনপির বিক্ষোভ

বরগুনার তালতলীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেন নিহতের বিচার ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম হকের নেতৃত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল কাদের জোমাদ্দার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক মৃধা রিয়াজ ও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য শাহরিয়ার আহমেদ নাঈম সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা। 

কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম হক বলেন, ‘গত ৯ ডিসেম্বর অন্যায়ভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে। এ ছাড়া গত কয়েক দিনে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি দাবি করছি। গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেনকে হত্যা করা হয়েছে।

এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত