Ajker Patrika

চরমোনাইর বার্ষিক মাহফিল বুধবার শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ফাইল ছবি
ফাইল ছবি

চরমোনাই দরবারের ফাল্গুন মাসের ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল বুধবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। জোহরের নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মাহফিলের সূচনা বক্তব্য দেবেন।

শনিবার সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।

চরমোনাইয়ে প্রতিবছর দুটি মাহফিল অনুষ্ঠিত হয়। তার মধ্যে ফাল্গুন মাসের মাহফিলটি বড় হিসেবে বিবেচিত হয়। এতে কয়েক লাখ মুসল্লির সমাগম ঘটে।

বর্তমান প্রেক্ষাপটে পীর পরিবারের নিয়ন্ত্রিত দল ইসলামী আন্দোলন বাংলাদেশের গুরুত্ব বেড়ে যাওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মাহফিলে অংশ নিচ্ছেন। এবারের মাহফিলে খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও অনেকে যাবেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এ বিষয়ে মাহফিল মিডিয়া কমিটির সদস্য ও ইসলামী আন্দোলনের নেতা নাসির আহমেদ নাইস বলেন, মাহফিলের দ্বিতীয় দিন দুপুরে বৃহস্পতিবার ওলামা-মাশায়েখ মহাসমাবেশ হবে। সব রাজনৈতিক দলকে এতে আমন্ত্রণ জানানো হয়েছে। মাওলানা মামুনুল হক অংশগ্রহণ করবেন, তা অনেকটা নিশ্চিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা আসবেন কি না, তা বুধবার রাতে নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া তৃতীয় দিন মাহফিল প্রাঙ্গণে ছাত্র মহাসমাবেশ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত