Ajker Patrika

পটুয়াখালীতে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ 

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৩: ০৮
পটুয়াখালীতে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ 

পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান খান ও দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে সদর উপজেলার গাবুয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় শাহজাহান খানসহ তাঁর সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

শাহজাহান খানের ছেলে ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, ‘সন্ধ্যার পর শাহজাহান খান বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে বরিশালে যাওয়ার পথে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকা অতিক্রম করার সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় শাহজাহান খানকে বহনকারী মোটরসাইকেলের চালক সাইদুল ও শাহজাহান খান নিজে আহত হন। একই সময়ে হামলায় ইসাহাক ও শাহ আলম নামে অপর দুজন কর্মী আহত হন।’ এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলেও জানান তিনি।

এ বিষয়ে শাহজাহান খান বলেন, ‘আমার ওপর হামলা করে তো আর সমাবেশ বানচাল করতে পারবে না। হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দিয়েছে। ইনশাআল্লাহ সমাবেশ সফল হবে।’ হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করছেন সাবেক এই সংসদ সদস্য। তবে এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রলীগ ও যুবলীগ কোনো মন্তব্য করেনি।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ পাইনি। মহাসড়কে আমাদের মোবাইল টিমগুলো কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত