Ajker Patrika

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিষ খাইয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার

বানারীপাড়া(বরিশাল)  প্রতিনিধি
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিষ খাইয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় এক স্কুলছাত্রীকে জোর করে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগে পাওয়া গেছে দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় আজ শনিবার বিকেলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার হওয়া যুবকের নাম মিরাজ ডাকুয়া। তিনি রাজ্জাকপুর গ্রামের সালাম ডাকুয়ার ছেলে। 

 প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার ভুক্তভোগী ওই শিক্ষার্থী তার সহপাঠীদের নিয়ে স্কুল থেকে ফিরছিলেন। অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে মিরাজ ও লাদেন নামের দুই যুবক তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় তাঁদের হাতে থাকা বিষ জোরপূর্বক ভুক্তভোগীর ঢেলে দিয়ে মুখ চেপে ধরে। পরে অটো চালক ও স্থানীয়রা ভুক্তভোগীকে মুমূর্ষু অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করে। 
 
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, তাৎক্ষণিক ফোর্স নিয়ে মিরাজ ডাকুয়াকে পার্শ্ববর্তী আলতা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত