Ajker Patrika

নদীতে নিখোঁজ মতিঝিল আইডিয়ালের ছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নদীতে নিখোঁজ মতিঝিল আইডিয়ালের ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে উজিরপুরে কচা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর তাসনিম তানহার (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকালে পাশের উপজেলা বানারীপাড়ার কালির বাজার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীপুর এলাকার কচা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। 

তানহা ভবানীপুর এলাকার কামরুল হাসান নাসিম মোল্লার কন্যা। সে এ বছর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। 

তানহার মা রাবেয়া তালুকদার তানিয়া বলেন, মঙ্গলবার দুপুরে ছেলেকে নিয়ে কচা নদীতে গোসল করতে নামা হয়। এ সময় তানহাও গোসল করতে যায়। তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায় তানহা। পরে স্থানীরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে কয়েক ঘণ্টা সন্ধান করেও মেয়েকে উদ্ধার করতে পারেনি। 

উজিরপুর ফায়ার সার্ভিস টিম লিডার কলিমুল্লাহ বলেন, বরিশাল থেকে ডুবুরি টিম এনেও প্রবল স্রোতে কিশোরীকে উদ্ধার করা যায়নি। আজ সকালে বানারীপাড়ায় নদী থেকে তানহার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এসআই শফিকুল ইসলাম বলেন, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালানো হয়। আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত