Ajker Patrika

১১ দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
১১ দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ 

দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখাসহ ১১ দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ সোমবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

দাবিগুলো হলো-ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, নিয়োগ পত্র, সার্ভিস বই, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, পূর্ণাঙ্গ উৎসব বোনাস, সাপ্তাহিক ও অন্যান্য ছুটি, নারী শ্রমিকদের বেতনসহ ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি প্রদান, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিক–কর্মচারীদের আইন অনুযায়ী মাসের ৭ তারিখের মধ্যে বেতন প্রদান, শ্রমজীবী মানুষদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রেশনের মাধ্যমে প্রদান ও প্রিমিয়ামবিহীন পেনশন সুবিধা। 

বরিশাল শ্রমিক–কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এস এম জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন–সংগঠনের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সিনিয়র সহসভাপতি মোসলেম সিকদার, সহসভাপতি মো. আলাউদ্দিন মোল্লা, শেখ আবুল হাশেম, যুগ্ম সম্পাদক বাবুল মীর, সহ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জালাল মিয়া প্রমুখ। শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত