Ajker Patrika

ঝড়ে চলে যায় বিদ্যুৎ, টর্চের আলোয় অস্ত্রোপচার

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৬: ১৭
ঝড়ে চলে যায় বিদ্যুৎ, টর্চের আলোয় অস্ত্রোপচার

পটুয়াখালীতে গতকাল সোমবার দুপুরে প্রভাব ফেলতে শুরু করে ঘূর্ণিঝড় সিত্রাং। এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) অপারেশন চলছিল। ঝড়ে বিদ্যুৎ চলে যাওয়ার পর টর্চ লাইট ও মোবাইল ফোনের আলোতে এক নারীর অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের একটি ছবি ফেসবুকে আপলোড করার পর তা ভাইরাল হয়ে যায়। অপারেশনে অংশ নেওয়া চিকিৎসকেরা এখন প্রশংসায় ভাসছেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটরে সমস্যা রয়েছে। গত দুদিন ধরে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা বেশি হয়। গতকাল এটিতে জরায়ু অপারেশন শুরু করতে গেলে বিদ্যুৎ চলে যায়। ওটিতে থাকা চিকিৎসকেরা মুঠোফোনের লাইট ও একটি টর্চ লাইট দিয়ে অপারেশন কার্যক্রম শুরু করেন। তাৎক্ষণিকভাবে ওই নারীর অস্ত্রোপচার করা না হলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না। 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা বলেন, ‘ওই নারীর গর্ভনালী ব্রিডিং হচ্ছিল। এ কারণেই দ্রুত অপারেশন করা। বাস্তবতা হচ্ছে জীবন বাঁচাতে কোনো সংকটই বাধা হতে পারে না। আমরা প্রতিনিয়ত এভাবেই কাজ করে যাচ্ছি।’ 

চিকিৎসক হাবিবুর রহমান বলেন, ‘প্রচণ্ড ঝড়ে, কোথাও বিদ্যুৎ নেই। হাসপাতালের জেনারেটর নষ্ট। অস্ত্রোপচার না করলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা যখন ক্ষীণ, তখন তো ঝুঁকি নিতেই হয়। মোবাইল আর টর্চের আলোতে দলের সহযোগিতায় অস্ত্রোপচার সম্পন্ন করি।’ 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়ক আবদুল মতিন বলেন, ‘হাসপাতালে জেনারেটর নেই, জেনারেটর চেয়ে আবেদনও করা হয়েছে। আশা করি দ্রুত পেয়ে যাব। আমরা সংকটের মধ্যেও হাসপাতালে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা থাকে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত