পটুয়াখালী প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালীতে দুস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরের পর ফেসবুক লাইভে এসে জেলা ছাত্রলীগের সদস্য ও পৌর ছাত্রলীগ নেতা আমিনুর রহমান সিফাত খান শহরের ব্যামাগার মোড় এলাকার বেশি কিছু বাড়িতে এসব খাবার বিতরণ করেন।
এ সংশ্লিষ্ট বেশ কিছু ভিডিও ক্লিপ ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে।
ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, বিতরণ করা প্রতিটি খাবার প্যাকেটে লেখা ছিল, বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী পৌর শাখার পক্ষ থেকে শিশু শহীদ শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে দুস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ। সৌজন্যে, আমিনুর রহমান সিফাত খান, সাবেক সহসম্পাদক ও সদস্য বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখা।
ভিডিওতে সিফাত খান খাবার তুলে দেওয়ার সময় শেখ রাসেল ও শেখ হাসিনার জন্য দোয়া করতে বলছেন।
এদিকে দীর্ঘদিন আড়ালে থাকার পর প্রকাশ্যে এসে সিফাত খানের এই দলীয় কর্মসূচিকে ঘিরে শহরে আলোচনার সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে ছাত্রলীগ নেতাদের এটাই কোনো প্রকাশ্যে অনুষ্ঠান; যা ফেসবুক লাইভে প্রচার করা হয়েছে। ৫ আগস্টের পর দায়ের করা বেশ কয়েকটি মামলার অন্যতম আসামি আমিনুর রহমান সিফাত খান।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ গত আওয়ামী লীগ সরকারের সময় সিফাত খান শিক্ষার্থী ও দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা–নির্যাতন করেছে। সে বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি। এরপরও কীভাবে সে প্রকাশ্যে দলীয় কর্মসূচির পালন করে তা ভাবার বিষয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।’
এ বিষয় জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালীতে দুস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরের পর ফেসবুক লাইভে এসে জেলা ছাত্রলীগের সদস্য ও পৌর ছাত্রলীগ নেতা আমিনুর রহমান সিফাত খান শহরের ব্যামাগার মোড় এলাকার বেশি কিছু বাড়িতে এসব খাবার বিতরণ করেন।
এ সংশ্লিষ্ট বেশ কিছু ভিডিও ক্লিপ ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে।
ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, বিতরণ করা প্রতিটি খাবার প্যাকেটে লেখা ছিল, বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী পৌর শাখার পক্ষ থেকে শিশু শহীদ শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে দুস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ। সৌজন্যে, আমিনুর রহমান সিফাত খান, সাবেক সহসম্পাদক ও সদস্য বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখা।
ভিডিওতে সিফাত খান খাবার তুলে দেওয়ার সময় শেখ রাসেল ও শেখ হাসিনার জন্য দোয়া করতে বলছেন।
এদিকে দীর্ঘদিন আড়ালে থাকার পর প্রকাশ্যে এসে সিফাত খানের এই দলীয় কর্মসূচিকে ঘিরে শহরে আলোচনার সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে ছাত্রলীগ নেতাদের এটাই কোনো প্রকাশ্যে অনুষ্ঠান; যা ফেসবুক লাইভে প্রচার করা হয়েছে। ৫ আগস্টের পর দায়ের করা বেশ কয়েকটি মামলার অন্যতম আসামি আমিনুর রহমান সিফাত খান।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ গত আওয়ামী লীগ সরকারের সময় সিফাত খান শিক্ষার্থী ও দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা–নির্যাতন করেছে। সে বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি। এরপরও কীভাবে সে প্রকাশ্যে দলীয় কর্মসূচির পালন করে তা ভাবার বিষয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।’
এ বিষয় জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’
দাবিকৃত টাকা না পেয়ে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। গতকাল সোমবার চট্টগ্রামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই মামলাটি হয়।
৮ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খোলার সাত দিন পর বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের ব্যবস্থাপক (প্রকৌশলী) মাহমুদ হাসান। তিনি জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭ দশমিক ৩৪ ফুট ‘মিন সি
৮ মিনিট আগেগোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
১৮ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগে