Ajker Patrika

জামায়াতের সঙ্গে আ. লীগের মেয়র প্রার্থীর আঁতাতের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
জামায়াতের সঙ্গে আ. লীগের মেয়র প্রার্থীর আঁতাতের অভিযোগ

আসন্ন তৃতীয় ধাপের পৌর নির্বাচনে পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের সঙ্গে আঁতাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি মনোনয়ন পাওয়া প্রার্থীর সঙ্গে উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদকের একটি গ্রুপ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই অভিযোগ ওঠে। 

জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র আহসানুল হক তুহিন। তাঁর সঙ্গে ছবি ভাইরাল হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের কিছু নেতা-কর্মী এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাদের দাবি মেয়র প্রার্থী জামাতের সঙ্গে আঁতাত করছেন। 

আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সঙ্গে জামাতের আঁতাতের প্রতিবাদ, বিচার ও নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গলাচিপা উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। 

এই মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহসম্পাদক মামুন আজাদ, গলাচিপা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি মো. মারুফসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটু বলেন, ‘জামায়াত আওয়ামী লীগের রাজনৈতিক শত্রু, যুদ্ধাপরাধীদের দল, তাঁদের সঙ্গে যাদের সখ্য থাকে তাঁরা আর যাই হোক মনে প্রাণে আওয়ামী লীগ না।’ 

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি মো. মারুফ বলেন, ‘সাবেক মেয়র তুহিন নৌকা পেয়ে জামায়াতের সেক্রেটারির সঙ্গে রাতে গোপন মিটিং করে। এর আগে তিনি উপনির্বাচনে মেয়র হয়ে জামায়াত বিএনপির লোকজনকে প্রতিষ্ঠিত করেছেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে এটা কখনো মানব না।’ 

কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহসম্পাদক মামুন আজাদ বলেন, ‘পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একজন কুখ্যাত রাজাকারের নাতি। নৌকা পেয়ে তিনি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ না রেখে জামায়াতের সেক্রেটারির সঙ্গে রাতে গোপন মিটিং করে এবং ফুলের মালা নেয়। এতে পরিষ্কার হয় যে, তিনি এখনো জামায়াতের সঙ্গে আঁতাত করে চলছে। তাই নৌকার মনোনয়ন বাতিল করে তাঁর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়ার দাবি জানাই।’ 

এ বিষয়ে আহসানুল হক তুহিন বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার বিরুদ্ধে এটি একটি সাজানো ষড়যন্ত্র। আমাকে দোয়া অনুষ্ঠানে দাওয়াত করা হয়, সেখানে স্থানীয় আওয়ামী লীগের সমর্থনপুষ্ট কাউন্সিলরও উপস্থিত ছিলেন। যারা এটি নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তাঁরা মূলত আওয়ামী লীগে অনুপ্রবেশকারী এবং বিএনপির জামাতের এজেন্ট।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত