Ajker Patrika

আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছেছি: মেয়র সাদিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৯: ১৬
আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছেছি: মেয়র সাদিক

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছেছি। পদ্মা ব্রিজ, পায়রা বন্দর হয়েছে না? বরিশালের উন্নয়ন হয়েছে না? আজকে যারা দশ বছর এই দলের সিল ছাপ্পর লাগিয়ে বলেন যে বরিশালের উন্নয়ন হয়নি সেই ধরনের লোক আমাদের প্রয়োজন নেই।

আজ শনিবার বিকেলে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাদিক এসব কথা বলেন।

সাদিক বলেন, ‘জাতীয় নির্বাচন ঘিরে এখন ষড়যন্ত্র চলছে। আমাদের প্রচারণা বাড়াতে হবে। মিথ্যাচার, গুজাব প্রতিহত করতে হবে।’
  
তিনি আরও বলেন, ‘আপনারা ব্যানারে এখানে আমাকে সদরের এমপি হিসেবে দেখতে চান। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। তবে আমি বলবো নৌকা মার্কা যে নিয়ে আসবে তার জন্যই কাজ করবো।’ 

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গির ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত