Ajker Patrika

ভাঙা পুল নিয়ে ভোগান্তিতে তিন গ্রামের মানুষ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১: ২১
ভাঙা পুল নিয়ে ভোগান্তিতে তিন গ্রামের মানুষ

নেছারাবাদে তিনটি গ্রামের চলাচলের জন্য নির্মিত একটি ভাঙা লোহার পুল মেরামতের উদ্যোগ নিচ্ছেন না কেউ। প্রায় ৫০ বছর আগে এলাকার এক ধনাঢ্য ব্যক্তির নিজস্ব অর্থায়নে লোহার পুলটি নির্মাণ করা হয়েছিল। প্রায় ৪০ মিটার দীর্ঘ ও ৬ ফুট প্রস্থ লোহার পুলের ওপরের অংশ অনেক আগেই ভেঙে পড়েছে। ওপরের অংশ ভেঙে যাওয়ায় বাঁশ ও কাঠের সাঁকো বানিয়ে প্রতিদিন যাতায়াত করছে তিন গ্রামের শত শত মানুষ।

উপজেলার দৈহারী ও গুয়ারেখা ইউনিয়নের সীমানা খালের এক পাড়ে কাটা দৈহারী, অপর পাড়ে ভরতকাঠি এবং গুয়ারেখা গ্রামের মানুষের বসবাস। ওই পুল পাড় হয়ে গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন কাজে যাতায়াত করতে হয়। পুলের ছাউনি না থাকায় ছোট ছোট শিক্ষার্থীদের সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পার্শ্ববর্তী দৈহারী প্রাথমিক বিদ্যালয় এবং বালক ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে। 

জানা যায়, সত্তরের দশকের প্রথম দিকে ভরতকাঠি গ্রামের মরহুম মেহের আলী ফকির দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের সুবিধার জন্য নিজের টাকায় একটি লোহার পুল নির্মাণ করে দেন। রেল পাটির খুঁটি ও ভীমের ওপর নির্মাণ করা পুলের ওপরের অংশের প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে। পুলের ছাউনিসহ ওপরের অংশ ভেঙে যাওয়ার পর স্থানীয়রা বাঁশ ও কাঠের টুকরা দিয়ে সাঁকো বানিয়ে কষ্ট করে যাতায়াত করছেন। 

গুয়ারেখা ইউপির ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফোরকান গাজী রুবেল বলেন, সীমানার খালে পুল হওয়ায় দুই ইউনিয়নের আগের কোনো চেয়ারম্যান এটি মেরামত করার উদ্যোগ নেয়নি। গুরুত্বপূর্ণ এই পুল মেরামতের দাবি জানান তিনি।

এ বিষয়ে দৈহারী ইউপির চেয়ারম্যান জাহারুল ইসলাম বলেন, ‘সবেমাত্র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছি। আমি চেষ্টা করব যাতে পুলটি মেরামত করা যায়।' 

পুলটি মেরামতের জন্য এলজিইডির উপজেলা প্রকৌশলী মীর আলী শাকির বলেন, ওই পুল মেরামতের জন্য দুই ইউপির কোনো চেয়ারম্যান কখনোই কোনো স্কিম দেননি। এলাকার একজন লোক দিয়ে একটি আবেদন করানোর ব্যবস্থা করলে তিনি উপজেলা পরিষদের অর্থায়নে পুলটি মেরামত করার জন্য গুরুত্বসহকারে চেষ্টা করবেন বলে জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত