আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির ১৬ জন নেতাকর্মীর নামে চাঁদাবাজির মামলা করা হয়েছে। গতকাল রোববার রাতে ইউনিয়নের যুবদলের সাবেক সহসভাপতি আতা সরদার বাদী হয়ে এই মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের যুবদলের সাবেক সহসভাপতি আতা সরদার গত ১৮ সেপ্টেম্বর তাঁর নিজ ছয়গ্রাম এলাকায় একটি রাস্তার কাজ করতে যান। এ সময় ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে ওই ঘটনা নিয়ে পরদিন বিকেলে স্থানীয় বিএনপি নেতারা রত্নপুর ইউনিয়ন পরিষদের পরিষদের বৈঠকখানায় সালিসে বসেন।
তখন রাস্তার কাজের জন্য চাঁদার বিষয়ে আলোচনা হলে ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল ক্ষিপ্ত হয়ে আতা সরদারকে মারধর করেন। পরে দ্বিতীয় দফায় ইসমাইলের নেতৃত্বে ১৫-২০ জন আবারও আতার ওপর হামলা করেন। এ সময় আতার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে আতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় আতা সরদার বাদী হয়ে গতকাল রোববার রাতে আগৈলঝাড়া থানায় চাঁদাবাজির মামলা করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন—আগৈলঝাড়া থানায় ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামসুল হক খোকন, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু সালে জুয়েল, রত্নপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাল মিয়া হাওলাদার।
মামলার বাদী আতা সরদার বলেন, ‘বিএনপি পদবি ব্যবহার করে তাঁরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করাসহ অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। স্থানীয় মিস্ত্রিপাড়া পানের হাট থেকে চাঁদা তোলা ও সরকারি জায়গা দখল করে দোকানপাট করে ভাড়া বাবদ চাঁদা ওঠায়। তাঁর অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করতে কেউ সাহস পায় না। আমি একটি রাস্তার কাজ করতে গেলে ইসমাইল আমার কাছে চাঁদা দাবি করে। তার চাঁদার দাবিকৃত টাকা না দেওয়ায় আমাকে তারা মারধর করে।’
অভিযুক্ত ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল জানান, একটি রাস্তার কাজ নিয়ে আতা সরদারের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। তাঁর কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, একটি রাস্তার কাজ নিয়ে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করেন আতা সরদার।
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির ১৬ জন নেতাকর্মীর নামে চাঁদাবাজির মামলা করা হয়েছে। গতকাল রোববার রাতে ইউনিয়নের যুবদলের সাবেক সহসভাপতি আতা সরদার বাদী হয়ে এই মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের যুবদলের সাবেক সহসভাপতি আতা সরদার গত ১৮ সেপ্টেম্বর তাঁর নিজ ছয়গ্রাম এলাকায় একটি রাস্তার কাজ করতে যান। এ সময় ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে ওই ঘটনা নিয়ে পরদিন বিকেলে স্থানীয় বিএনপি নেতারা রত্নপুর ইউনিয়ন পরিষদের পরিষদের বৈঠকখানায় সালিসে বসেন।
তখন রাস্তার কাজের জন্য চাঁদার বিষয়ে আলোচনা হলে ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল ক্ষিপ্ত হয়ে আতা সরদারকে মারধর করেন। পরে দ্বিতীয় দফায় ইসমাইলের নেতৃত্বে ১৫-২০ জন আবারও আতার ওপর হামলা করেন। এ সময় আতার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে আতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় আতা সরদার বাদী হয়ে গতকাল রোববার রাতে আগৈলঝাড়া থানায় চাঁদাবাজির মামলা করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন—আগৈলঝাড়া থানায় ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামসুল হক খোকন, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু সালে জুয়েল, রত্নপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাল মিয়া হাওলাদার।
মামলার বাদী আতা সরদার বলেন, ‘বিএনপি পদবি ব্যবহার করে তাঁরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করাসহ অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। স্থানীয় মিস্ত্রিপাড়া পানের হাট থেকে চাঁদা তোলা ও সরকারি জায়গা দখল করে দোকানপাট করে ভাড়া বাবদ চাঁদা ওঠায়। তাঁর অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করতে কেউ সাহস পায় না। আমি একটি রাস্তার কাজ করতে গেলে ইসমাইল আমার কাছে চাঁদা দাবি করে। তার চাঁদার দাবিকৃত টাকা না দেওয়ায় আমাকে তারা মারধর করে।’
অভিযুক্ত ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল জানান, একটি রাস্তার কাজ নিয়ে আতা সরদারের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। তাঁর কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, একটি রাস্তার কাজ নিয়ে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করেন আতা সরদার।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে