Ajker Patrika

ভোলা সদর থানার ওসিসহ ৩৬ পুলিশকে আসামি করে মামলা 

ভোলা প্রতিনিধি
ভোলা সদর থানার ওসিসহ ৩৬ পুলিশকে আসামি করে মামলা 

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. আব্দুর রহিম নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত আব্দুর রহিমের স্ত্রী বিবি খাদিজা বেগম ঘটনার ৩ দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে ভোলার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় ভোলা সদর মডেল থানার ওসি আরমান হোসেনকে (তদন্ত) প্রধান আসামি করে ৩৬ পুলিশকে আসামি করা হয়েছে। 

মামলার বিষয়ে বাদি খাদিজা সাংবাদিকদের বলেন, ‘সম্পুর্ণ উদ্দেশ্যপ্রনোদিতভাবে ভোলা সদর থানার ওসি (তদন্ত) আরমান হোসেন ও কতিপয় পুলিশের অ-পেশাদার সদস্য নির্মমভাবে আমার স্বামীকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এই নির্মম হত্যাকান্ডের মধ্য দিয়ে আমি চার সন্তান নিয়ে আজ দিশেহারা হয়ে পড়েছি। যারা এভাবে আমার সাজানো সংসার নষ্ট করেছে আমি তাদের বিচার চেয়ে এ মামলা করেছি। আশা করি আমি বিচার পাবো।’ 

মামলার বাদিপক্ষের আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ বলেন, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৮ আগষ্ট সোমবার ময়না তদন্তের রিপোর্টসহ সকল কাগজপত্র জমাদানের জন্য এবং ভোলা সদর থানাকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিন মামলার শুনানীর দিন ধার্য করা হয়েছে। বাদিপক্ষের অন্তত ৪৫ জন আইনজীবী এ মামলা পরিচালনা করছেন বলেও জানান তিনি। 

এ বিষয়ে জানতে চাওয়া হলে ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো অফিসিয়ালি মামলার কোনো কাগজপত্র হাতে পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। কাগজপত্র হাতে পেলে পরবর্তী করনীয় সম্পর্কে জানানো সম্ভব হবে।’ 

তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি মামলার প্রধান আসামি ভোলা সদর মডেল থানার ওসি আরমান হোসেন (তদন্ত)। 

উল্লেখ্য, গত ৩১ জুলাই সকালে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, টিয়ার শেল নিক্ষেপ ও শটগানের গুলি ছোড়ে। বিএনপির অভিযোগ, পুলিশের ছোড়া গুলিতে তাদের দলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এঁদের মধ্যে ওই দিনই স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আবদুর রহিম (৪০) নিহত হন। গতকাল বুধবার চিকিৎধীন অবস্থায় মারা যান ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত