নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মানুষের প্রয়োজনে ছুটে এসে সহযোগিতা করতেন মাসুদ রানা। গতকাল সোমবারও অসুস্থ আত্মীয়কে সহযোগিতার জন্য তাঁর সঙ্গে অ্যাম্বুলেন্সে করে ঢাকা যাচ্ছিলেন তিনি। কিন্তু ঘাতক ট্রাক কেড়ে নিল তাঁর প্রাণ।
মঙ্গলবার ভোরের দিকে শরিয়তপুরের জাজিরায় ভাঙ্গা-ঢাকা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষের শিকার হয়েছিল যে অ্যাম্বুলেন্স, তাতে তিনি ছাড়াও রোগীসহ ছয় যাত্রীর মৃত্যু হয়।
বরিশাল নগরের বাসিন্দা মাসুদ (৩০) তাঁর স্ত্রীকে নিয়ে নগরের আমতলা মোড় এলাকায় বিরিয়ানির দোকান পরিচালনা করতেন। পাশাপাশি ‘নবচেতনা’ নামে জাতীয় দৈনিকের বরিশাল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁরা গোঁড়াচাঁদ দাস সড়কে ‘রাবেয়া মঞ্জিলে’র চতুর্থ তলায় ভাড়ায় থাকতেন।
মাসুদ রানার প্রতিবেশী সন্ধ্যা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মাসুদ রানা পরোপকারী ছিলেন। মানুষের প্রয়োজনে রানা ভাই ছুটে এসে সহযোগিতা করতেন। সোমবার রাত ১২টার দিকে রানা ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যান। তখন তাঁর স্ত্রী সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেয়। শেষ রাতে রানার মৃত্যু সংবাদ পান। স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রী মালা সকাল ৬টায় আরেকটি অ্যাম্বুলেন্সে শরিয়তপুরে চলে যান।’
মাসুদ রানার স্বজন মেহেদি হাসান জানান, তাঁদের আত্মীয় আমেরিকাপ্রবাসী লুৎফন নাহার লিমার (৩০) মা জাহানারা বেগম বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জাহানারার অবস্থা আশঙ্কাজনক হওয়া রাত ১টার দিকে তাঁকে নিয়ে লিমা অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তাদের সহযোগিতা করতে মাসুদ রানা সঙ্গে গিয়েছিলেন। দুর্ঘটনায় লিমা ও তাঁর মা জাহনারা বেগমও নিহত হয়েছেন। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে।
মানুষের প্রয়োজনে ছুটে এসে সহযোগিতা করতেন মাসুদ রানা। গতকাল সোমবারও অসুস্থ আত্মীয়কে সহযোগিতার জন্য তাঁর সঙ্গে অ্যাম্বুলেন্সে করে ঢাকা যাচ্ছিলেন তিনি। কিন্তু ঘাতক ট্রাক কেড়ে নিল তাঁর প্রাণ।
মঙ্গলবার ভোরের দিকে শরিয়তপুরের জাজিরায় ভাঙ্গা-ঢাকা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষের শিকার হয়েছিল যে অ্যাম্বুলেন্স, তাতে তিনি ছাড়াও রোগীসহ ছয় যাত্রীর মৃত্যু হয়।
বরিশাল নগরের বাসিন্দা মাসুদ (৩০) তাঁর স্ত্রীকে নিয়ে নগরের আমতলা মোড় এলাকায় বিরিয়ানির দোকান পরিচালনা করতেন। পাশাপাশি ‘নবচেতনা’ নামে জাতীয় দৈনিকের বরিশাল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁরা গোঁড়াচাঁদ দাস সড়কে ‘রাবেয়া মঞ্জিলে’র চতুর্থ তলায় ভাড়ায় থাকতেন।
মাসুদ রানার প্রতিবেশী সন্ধ্যা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মাসুদ রানা পরোপকারী ছিলেন। মানুষের প্রয়োজনে রানা ভাই ছুটে এসে সহযোগিতা করতেন। সোমবার রাত ১২টার দিকে রানা ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যান। তখন তাঁর স্ত্রী সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেয়। শেষ রাতে রানার মৃত্যু সংবাদ পান। স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রী মালা সকাল ৬টায় আরেকটি অ্যাম্বুলেন্সে শরিয়তপুরে চলে যান।’
মাসুদ রানার স্বজন মেহেদি হাসান জানান, তাঁদের আত্মীয় আমেরিকাপ্রবাসী লুৎফন নাহার লিমার (৩০) মা জাহানারা বেগম বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জাহানারার অবস্থা আশঙ্কাজনক হওয়া রাত ১টার দিকে তাঁকে নিয়ে লিমা অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তাদের সহযোগিতা করতে মাসুদ রানা সঙ্গে গিয়েছিলেন। দুর্ঘটনায় লিমা ও তাঁর মা জাহনারা বেগমও নিহত হয়েছেন। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
৯ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
১৪ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
১৯ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
২৪ মিনিট আগে