Ajker Patrika

জুতা পায়ে বেদিতে সরকারি কর্মকর্তা: ফুল দিয়েই তো নেমে যাব, সমস্যা কী? 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৪: ২১
জুতা পায়ে বেদিতে সরকারি কর্মকর্তা: ফুল দিয়েই তো নেমে যাব, সমস্যা কী? 

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে জুতা পায়ে ফুল দিতে ওঠেন পাথরঘাটা বিএফডিসি মৎস্যবন্দরের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মাসুদ সিকদার। এ সময় পুলিশ ও জনতার রোষানলে পড়লে তিনি বলেন, ‘ফুল দিয়েই তো নেমে যাব, এতে সমস্যা কী?’

আজ রোববার সকাল ৭টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের চত্বরে শহীদ বেদিতে ফুল দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে আসা জনতা ক্ষোভ প্রকাশ করেন।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, ‘শহীদদের প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে ওঠার সময় তাঁকে থামিয়ে দিয়েছিলাম। পরে তিনি জুতা খুলে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।’

এদিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ খালেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উদ্দেশ্য করে বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর সময় বিএফডিসি কর্মকর্তা কীভাবে জুতা পায়ে উঠল? এটা আপনার মাধ্যমে জানতে চাই। এ জন্য সবার সামনে ওই কর্মকর্তাকে ক্ষমা চাইতে হবে।’

এ বিষয়ে উপজেলা বিএফডিসি কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মাসুদ সিকদার বলেন, ‘বিষয়টি নিয়ে আমি মর্মাহত। ঘটনাটি ভুলবসত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত