Ajker Patrika

বাসচাপায় কলেজছাত্র নিহত, বাসে আগুন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৭: ০০
বাসচাপায় কলেজছাত্র নিহত, বাসে আগুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় রোহান পরিবহন নামে একটি বাসের চাপায় মিলন হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার সকালে মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের গুদিঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে। পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক ও বাসের হেলপার পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা বাসটিকে আগুন ধরিয়ে দেয়।

জানা যায়, নিহত কলেজছাত্র মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমীন হাওলাদারের ছেলে ও স্থানীয় তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কলেজছাত্র মিলন বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের গুদিঘাটা নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দূরপাল্লার রোহান পরিবহন বাস বেপরোয়া গতিতে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী বাসটি জব্দ করতে পারলে চালক ও হেলপার পালিয়ে যান।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে। এ সময় জব্দ করা বাসটি পুলিশ উদ্ধার করে থানাসংলগ্ন টিকিকাটা ইউনিয়ন পরিষদের সামনে রাখে। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় ইউপি সদস্য মো. সগীর হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, দূরপাল্লার পরিবহনগুলি এ সড়কে বেপরোয়া গতিতে চলাচল করলেও দেখার কেউ নাই। এ কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। 

নিহত কলেজছাত্র মিলনের শিক্ষাপ্রতিষ্ঠান তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ ও সাফা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে বাসের ড্রাইভারকে গ্রেপ্তার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, থানার ওসি নুরুল ইসলাম বাদল, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থল থেকে নিহত কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত কলেজছাত্রের বাবা রুহুল আমীন হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত