আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়রের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ এনে নারী মেয়র প্রার্থী জেসিকা তারতিলা জুথি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আজ বৃহস্পতিবার শেষ দিনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। এতে মেয়র পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মেয়র প্রার্থী জেসিকা তারতিলা জুথি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মতিয়ার রহমান কালো টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন। প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তাই আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।’
জানা গেছে, আগামী ৯ মার্চ আমতলী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। গত ১৩ ফেব্রুয়ারি মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ১০, কাউন্সিলর পদে ৩৭ জন এবং নারী কাউন্সিলর পদে ৯ জন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার মেয়র পদে নারী প্রার্থী জেসিকা তারতিলা জুথি এবং কাউন্সিলর পদে গোলাম মোস্তফা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
ফলে মেয়র পদে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খাঁন, বর্তমান মেয়র মতিয়ার রহমান, জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন, নুসরাত জাহান, কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন ও মুহা. ইফতেকার হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ বিষয়ে কথা বলেতে মেয়র প্রার্থী মতিয়ার রহমানের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।
আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র পদে এক নারী প্রার্থী ও এক কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এখন মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ৩৬ ও নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়রের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ এনে নারী মেয়র প্রার্থী জেসিকা তারতিলা জুথি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আজ বৃহস্পতিবার শেষ দিনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। এতে মেয়র পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মেয়র প্রার্থী জেসিকা তারতিলা জুথি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মতিয়ার রহমান কালো টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন। প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তাই আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।’
জানা গেছে, আগামী ৯ মার্চ আমতলী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। গত ১৩ ফেব্রুয়ারি মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ১০, কাউন্সিলর পদে ৩৭ জন এবং নারী কাউন্সিলর পদে ৯ জন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার মেয়র পদে নারী প্রার্থী জেসিকা তারতিলা জুথি এবং কাউন্সিলর পদে গোলাম মোস্তফা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
ফলে মেয়র পদে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খাঁন, বর্তমান মেয়র মতিয়ার রহমান, জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন, নুসরাত জাহান, কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন ও মুহা. ইফতেকার হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ বিষয়ে কথা বলেতে মেয়র প্রার্থী মতিয়ার রহমানের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।
আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র পদে এক নারী প্রার্থী ও এক কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এখন মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ৩৬ ও নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।’
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
১৬ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২৪ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
৪৪ মিনিট আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে