কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লীর দুই ছেলে ১০টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিকানা দাবি করে গতকাল বৃহস্পতিবার সৈকতসংলগ্ন শুঁটকি মার্কেটে এ তালা দেওয়া হয়।
দোকানিদের সূত্রে জানা গেছে, তাঁরা প্রায় ৬ বছর আগে বেল্লাল মোল্লা নামের এক ব্যক্তির কাছ থেকে দোকানগুলো ভাড়া নেন। এ সময় বেল্লালকে প্রত্যেক দোকানি ৮ থেকে ১০ লাখ টাকা অগ্রিম দেন। ৫ আগস্টের পর ওই দোকানগুলোর জমির মালিকানা নিয়ে বেল্লালের সঙ্গে আজিজ এবং রাসেদুল ও আফতাবের বিরোধ দেখা দেয়। দোকানিরা তিন পক্ষকে বসে বিষয়টি সমাধানের অনুরোধ করলেও কাজ হয়নি।
এদিকে বিএনপি নেতা আজিজের ছেলে লতাচাপলী ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক রিয়াজ মুসুল্লী তাঁদের সঙ্গে দোকানিদের নতুন করে ভাড়ার চুক্তিপত্র বা ডিড করার চাপ দেন। এতে দোকানিরা রাজি না হলে রিয়াজ, তাঁর ভাই মহিপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মুসুল্লীসহ তাঁদের অনুসারীরা বৃহস্পতিবার সকালে দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেন।
নাম প্রকাশ না করে এক দোকানি বলেন, ‘আমরা রাজনীতি বুঝি না। আমাদের সামান্য শুঁটকি বিক্রি করে পেট চলে। কিন্তু গতকাল রিয়াজ মুসুল্লী, তাঁর ভাইসহ ৮-১০ জন আমাদের দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। বর্তমানে সে আমাদের হুমকি-ধমকি দিচ্ছে। তার সঙ্গে আমাদের ডিড করতে বলেছে। দুই দিন পর ঈদ। রোজার এক মাস কোনো বিক্রি ছিল না, লোকসানে দিন কেটেছে। এখন ঈদে দোকান খুলতে না পারলে আমাদের ব্যবসা লাটে উঠবে।’
এ নিয়ে কথা হলে বেল্লাল বলেন, ‘১৯৯৬ সালে পটুয়াখালী পৌরসভার কমিশনার মিলন মিয়ার স্ত্রী উম্মে সালমার কাছ থেকে আমি এই জমি ক্রয় করেছি। সে আমাকে সাড়ে ১৬ শতাংশ জমির দলিল দিয়েছে। পরে সেখানে দোকান তুলে ভাড়া দিয়েছি। দোকান তোলার বা পরে ভাড়া দেওয়ার সময় অন্য কেউ এ জমির মালিকানা দাবি করেনি। কিন্তু গতকাল বৃহস্পতিবার হঠাৎ ক্ষমতার অপব্যবহার করে তারা দোকানগুলো দখলে নিয়েছে। এর আগে মুসুল্লী বাড়ির ছেলেরা আমাকে মারধর করেছে। আমি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলাম।’
জমির মালিকানা দাবি করা আরেক পক্ষের রাসেদুল ও আফতাব জানান, তাঁরা সাত মাস আগে ওই জমির বিষয়ে মালিক লাল মিয়ার ওয়ারিশদের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা পেয়েছেন। এখন জমি বুঝে পাওয়ার জন্য অনেকের কাছে ঘুরছেন। এ বিষয়ে দেওয়ানি মামলা চলমান রয়েছে।
অন্যদিকে দোকানে তালা দেওয়া রিয়াজ বলেন, ‘এ জায়গা আমার বাবার। আমরা বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি। পরে দোকানিদের আমাদের কাছ থেকে ডিড নিতে বলেছি। কিন্তু কোনো সমাধান না পেয়ে বৃহস্পতিবার দোকানগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছি।’
রিয়াজের বাবা আজিজ বলেন, ‘আমার ওই জমির বৈধ মালিকানার কাগজপত্র রয়েছে। যারা আমার সঙ্গে ডিড করেছে, তাদের দোকান খুলে দেওয়া হয়েছে। বেল্লাল মোল্লা আওয়ামী লীগের ক্ষমতার জোরে ওই জমি দখল করে মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়েছিল। রাসেদুল-আফতাব ওই জমি দাবি করলেও তাদের দাগ অন্য জায়গায়। আমার দাগের মধ্যে তাদের জমি নেই।’
যোগাযোগ করা হলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালীর কুয়াকাটায় পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লীর দুই ছেলে ১০টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিকানা দাবি করে গতকাল বৃহস্পতিবার সৈকতসংলগ্ন শুঁটকি মার্কেটে এ তালা দেওয়া হয়।
দোকানিদের সূত্রে জানা গেছে, তাঁরা প্রায় ৬ বছর আগে বেল্লাল মোল্লা নামের এক ব্যক্তির কাছ থেকে দোকানগুলো ভাড়া নেন। এ সময় বেল্লালকে প্রত্যেক দোকানি ৮ থেকে ১০ লাখ টাকা অগ্রিম দেন। ৫ আগস্টের পর ওই দোকানগুলোর জমির মালিকানা নিয়ে বেল্লালের সঙ্গে আজিজ এবং রাসেদুল ও আফতাবের বিরোধ দেখা দেয়। দোকানিরা তিন পক্ষকে বসে বিষয়টি সমাধানের অনুরোধ করলেও কাজ হয়নি।
এদিকে বিএনপি নেতা আজিজের ছেলে লতাচাপলী ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক রিয়াজ মুসুল্লী তাঁদের সঙ্গে দোকানিদের নতুন করে ভাড়ার চুক্তিপত্র বা ডিড করার চাপ দেন। এতে দোকানিরা রাজি না হলে রিয়াজ, তাঁর ভাই মহিপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মুসুল্লীসহ তাঁদের অনুসারীরা বৃহস্পতিবার সকালে দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেন।
নাম প্রকাশ না করে এক দোকানি বলেন, ‘আমরা রাজনীতি বুঝি না। আমাদের সামান্য শুঁটকি বিক্রি করে পেট চলে। কিন্তু গতকাল রিয়াজ মুসুল্লী, তাঁর ভাইসহ ৮-১০ জন আমাদের দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। বর্তমানে সে আমাদের হুমকি-ধমকি দিচ্ছে। তার সঙ্গে আমাদের ডিড করতে বলেছে। দুই দিন পর ঈদ। রোজার এক মাস কোনো বিক্রি ছিল না, লোকসানে দিন কেটেছে। এখন ঈদে দোকান খুলতে না পারলে আমাদের ব্যবসা লাটে উঠবে।’
এ নিয়ে কথা হলে বেল্লাল বলেন, ‘১৯৯৬ সালে পটুয়াখালী পৌরসভার কমিশনার মিলন মিয়ার স্ত্রী উম্মে সালমার কাছ থেকে আমি এই জমি ক্রয় করেছি। সে আমাকে সাড়ে ১৬ শতাংশ জমির দলিল দিয়েছে। পরে সেখানে দোকান তুলে ভাড়া দিয়েছি। দোকান তোলার বা পরে ভাড়া দেওয়ার সময় অন্য কেউ এ জমির মালিকানা দাবি করেনি। কিন্তু গতকাল বৃহস্পতিবার হঠাৎ ক্ষমতার অপব্যবহার করে তারা দোকানগুলো দখলে নিয়েছে। এর আগে মুসুল্লী বাড়ির ছেলেরা আমাকে মারধর করেছে। আমি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলাম।’
জমির মালিকানা দাবি করা আরেক পক্ষের রাসেদুল ও আফতাব জানান, তাঁরা সাত মাস আগে ওই জমির বিষয়ে মালিক লাল মিয়ার ওয়ারিশদের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা পেয়েছেন। এখন জমি বুঝে পাওয়ার জন্য অনেকের কাছে ঘুরছেন। এ বিষয়ে দেওয়ানি মামলা চলমান রয়েছে।
অন্যদিকে দোকানে তালা দেওয়া রিয়াজ বলেন, ‘এ জায়গা আমার বাবার। আমরা বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি। পরে দোকানিদের আমাদের কাছ থেকে ডিড নিতে বলেছি। কিন্তু কোনো সমাধান না পেয়ে বৃহস্পতিবার দোকানগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছি।’
রিয়াজের বাবা আজিজ বলেন, ‘আমার ওই জমির বৈধ মালিকানার কাগজপত্র রয়েছে। যারা আমার সঙ্গে ডিড করেছে, তাদের দোকান খুলে দেওয়া হয়েছে। বেল্লাল মোল্লা আওয়ামী লীগের ক্ষমতার জোরে ওই জমি দখল করে মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়েছিল। রাসেদুল-আফতাব ওই জমি দাবি করলেও তাদের দাগ অন্য জায়গায়। আমার দাগের মধ্যে তাদের জমি নেই।’
যোগাযোগ করা হলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে