Ajker Patrika

বরিশালে ৬০০ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১৩

প্রতিনিধি, বরিশাল
বরিশালে ৬০০ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১৩

বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে আরও ৬০০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। উপসর্গ ও করোনা পজিটিভসহ মোট মারা গেছেন ১৩ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় ১ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষায় ৬০০ জন পজিটিভ শনাক্ত হন। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ০৯। 

বিভাগীয় পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় বিভাগে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন সাতজন। তার মধ্যে বরগুনায় তিনজন, পটুয়াখালীতে দুজন এবং বরিশাল ও ঝালকাঠিতে একজন করে। 

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা সংক্রান্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, এ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গে মারা গেছেন ছয়জন। 

হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জন পজিটিভ শনাক্ত হন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫৭ দশমিক ১৪। 

বরিশাল জেলায় ৪১৯ জনের নমুনা পরীক্ষায় ১৯৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪৭ দশমিক ০২। পটুয়াখালী জেলায় ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৪৩ দশমিক ১৩। 

এ ছাড়া ঝালকাঠিতে ২৮৯ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন এবং শনাক্তের হার ৩৭ দশমিক ০২। বরগুনায় জেলায় ১৯২ জনের নমুনা পরীক্ষায় ৭০ জন পজিটিভ শনাক্ত হন। এ জেলাতে শনাক্তের হার ৩৬ দশমিক ৪৬। 

ভোলায় ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন এবং পিরোজপুরে ২৯৮ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এ দুই জেলাতে শনাক্তের হার যথাক্রমে ৩৪ দশমিক ৪৬ এবং ৩২ দশমিক ২১। 

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৮৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। তার মধ্যে ৮৯ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত