বরগুনা প্রতিনিধি
‘৪০ বচ্ছর আগে মোর স্বামী মইর্যা গ্যাছে। এইহানে এট্টু ছাপড়া দিয়া ঘরের নাহান বানাইয়া পুতেরে লইয়া থাকি। ঝাড়–দারের কাজ কইর্যা যা পাই মায় পোলায় রাইন্দা বাইর্যা খাইতাম। এহন মোর হেই ঘরডুও ভাইঙ্গা হালাইছে। মোর পোলাডা লইয়া মুই এহন কুম্মে থাকমু?’ নিজের অবশেষ আশ্রয়টুকু হারিয়ে এসব বলছিলেন চল্লিশোর্ধ্ব নারী রোকেয়া।
আজ সোমবার বরগুনা সদর হাসপাতাল সংলগ্ন পুকুরপাড় এলাকায় গণপূর্ত অধিদপ্তরের জমিতে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করা হয়। এতে ওই এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়ে। হঠাৎ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করায় অনেকের আসবাবপত্রও ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলোর দাবি।
স্থানীয়রা বলছে, প্রায় ৩০ বছর ধরে বরগুনা সদর হাসপাতাল সংলগ্ন পুকুরপাড় এলাকায় গণপূর্ত অধিদপ্তরের জমিতে শতাধিক পরিবার বসবাস করে আসছে। এদের মধ্যে অনেকে এলাকা ছাড়লেও সবশেষ অর্ধশতাধিক পরিবার সেখানে ছোট ঘর তুলে বসবাস করত। মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছিল। সোমবার জেলা প্রশাসনের অভিযানে ওই পরিবারগুলোর শতাধিক মানুষ আশ্রয় হারিয়ে পথে বসেছে।
উচ্ছেদ অভিযানে গৃহহীন দিনমজুর সুখীরাম বলেন, ‘হারাদিন কাজ কাম কইর্যা যা পাই হেইয়া দিয়ে বউ-বাচ্চা নিয়ে কোনোভাবে চলতাম। সরকারি জমিতে ঘর উডাইয়া থাকতাম, হেই ঘরডাও আইজগ ভাইঙ্গা দেছে। বাসা ভাড়া নিয়ে থাহার সামর্থ্য নাই। হেইতে এহন খোলা আকাশের নিচে আশ্রয় নিছি। সরকার লাখ লাখ রোহিঙ্গাকে থাহার জাগা দেছে, আর মোগো মতো ছিন্নমূলদের উচ্ছেদ করেছে।’
ভুক্তভোগী রিকশাচালক জামাল হোসেন বলেন, ‘আমি গত ২৫-৩০ বছর ধরে এখানে বসবাস করছি। আমার আরও কোথাও জায়গা-জমি নেই। আমি এখন কোথায় থাকব? রাস্তার পাশে খোলা আকাশের নিচে থাকতে হবে। সরকার যেন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে সেই দাবি জানাচ্ছি।’
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘ওই জমি সরকারের গণপূর্ত বিভাগের। তারা সম্প্রতি জমি দখলমুক্ত করতে আমাদের সহায়তা চেয়েছে। আমরা বিধি মোতাবেক সেখানে অভিযান চালিয়েছি। ছিন্নমূল বাসিন্দাদের থাকার জায়গা নেই এটা সত্য, কিন্তু আমাদেরও তো কিছু করার নেই। ক্ষতিগ্রস্তরা যদি আমাদের কাছে আবেদন করে তবে তাদের যাচাই বাছাই করে সরকারিভাবে আশ্রয়ের বিষয়টি আমরা দেখব।’
‘৪০ বচ্ছর আগে মোর স্বামী মইর্যা গ্যাছে। এইহানে এট্টু ছাপড়া দিয়া ঘরের নাহান বানাইয়া পুতেরে লইয়া থাকি। ঝাড়–দারের কাজ কইর্যা যা পাই মায় পোলায় রাইন্দা বাইর্যা খাইতাম। এহন মোর হেই ঘরডুও ভাইঙ্গা হালাইছে। মোর পোলাডা লইয়া মুই এহন কুম্মে থাকমু?’ নিজের অবশেষ আশ্রয়টুকু হারিয়ে এসব বলছিলেন চল্লিশোর্ধ্ব নারী রোকেয়া।
আজ সোমবার বরগুনা সদর হাসপাতাল সংলগ্ন পুকুরপাড় এলাকায় গণপূর্ত অধিদপ্তরের জমিতে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করা হয়। এতে ওই এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়ে। হঠাৎ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করায় অনেকের আসবাবপত্রও ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলোর দাবি।
স্থানীয়রা বলছে, প্রায় ৩০ বছর ধরে বরগুনা সদর হাসপাতাল সংলগ্ন পুকুরপাড় এলাকায় গণপূর্ত অধিদপ্তরের জমিতে শতাধিক পরিবার বসবাস করে আসছে। এদের মধ্যে অনেকে এলাকা ছাড়লেও সবশেষ অর্ধশতাধিক পরিবার সেখানে ছোট ঘর তুলে বসবাস করত। মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছিল। সোমবার জেলা প্রশাসনের অভিযানে ওই পরিবারগুলোর শতাধিক মানুষ আশ্রয় হারিয়ে পথে বসেছে।
উচ্ছেদ অভিযানে গৃহহীন দিনমজুর সুখীরাম বলেন, ‘হারাদিন কাজ কাম কইর্যা যা পাই হেইয়া দিয়ে বউ-বাচ্চা নিয়ে কোনোভাবে চলতাম। সরকারি জমিতে ঘর উডাইয়া থাকতাম, হেই ঘরডাও আইজগ ভাইঙ্গা দেছে। বাসা ভাড়া নিয়ে থাহার সামর্থ্য নাই। হেইতে এহন খোলা আকাশের নিচে আশ্রয় নিছি। সরকার লাখ লাখ রোহিঙ্গাকে থাহার জাগা দেছে, আর মোগো মতো ছিন্নমূলদের উচ্ছেদ করেছে।’
ভুক্তভোগী রিকশাচালক জামাল হোসেন বলেন, ‘আমি গত ২৫-৩০ বছর ধরে এখানে বসবাস করছি। আমার আরও কোথাও জায়গা-জমি নেই। আমি এখন কোথায় থাকব? রাস্তার পাশে খোলা আকাশের নিচে থাকতে হবে। সরকার যেন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে সেই দাবি জানাচ্ছি।’
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘ওই জমি সরকারের গণপূর্ত বিভাগের। তারা সম্প্রতি জমি দখলমুক্ত করতে আমাদের সহায়তা চেয়েছে। আমরা বিধি মোতাবেক সেখানে অভিযান চালিয়েছি। ছিন্নমূল বাসিন্দাদের থাকার জায়গা নেই এটা সত্য, কিন্তু আমাদেরও তো কিছু করার নেই। ক্ষতিগ্রস্তরা যদি আমাদের কাছে আবেদন করে তবে তাদের যাচাই বাছাই করে সরকারিভাবে আশ্রয়ের বিষয়টি আমরা দেখব।’
গাজীপুরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে রনি শেখ (৩৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে গাজীপুরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় সাবেক স্ত্রী বৃষ্টি আক্তারের (২৭) ভাড়া বাসা থেকে রনির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
৭ মিনিট আগেফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. ইমরান ফকিরের (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন
৮ মিনিট আগেচট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘মন্ত্রণালয় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল গায়েব হয়ে যায়, সেগুলো বাসায় নিয়ে যাওয়া হয়, কিন্তু ফাইলে সাইন (স্বাক্ষর) হয় না।’
১৩ মিনিট আগেখুলনায় ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় গ্রেপ্তার শাহাজাদী ও তাঁর মা নার্গিস বেগমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে তাঁদের জামিন আবেদন করা হয়। আদালতের বিচারক মো. আনিসুর রহমান জামিন নামঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে