পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় মাইনুল ইসলাম রেজা নামের এক ব্যবসায়ীকে কলেজশিক্ষকেরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাতে পাথরঘাটা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কলেজমাঠের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বিরোধ চলছে। এ নিয়ে কলেজ চত্বরের বাসিন্দা ও ব্যবসায়ী মাইনুল ইসলাম রেজা ও সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল হকের সঙ্গে কলেজশিক্ষকদের বিবাদ বাধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, মাইনুল ইসলাম রেজাকে ৮ থেকে ১০ জন শিক্ষক চারপাশ থেকে ঘিরে রেখে দুজন তাঁকে মারধর করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা কলেজমাঠে জমে থাকা বৃষ্টির পানি প্রতিবেশী বাসিন্দা অ্যাডভোকেট নুর ইসলাম ও সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল হকের জমির ওপর দিয়ে নির্মিত ড্রেনের মাধ্যমে নিষ্কাশন করা হয়। কলেজমাঠের জমি উঁচু হওয়ায় পানি গড়িয়ে আশপাশের নিচু এলাকাগুলো প্রায়ই জলাবদ্ধ হয়ে পড়ে। এ নিয়ে কলেজের আশপাশের বাসিন্দারা অনেক দিন ধরে অসন্তোষ প্রকাশ করছিলেন।
এলাকার ভুক্তভোগীরা জানান, বিশাল কলেজমাঠের পানি মাঠের দক্ষিণ দিক দিয়ে নেমে আসে। এতে তাঁদের বসতবাড়ি বেশির ভাগ জলাবদ্ধতা থাকে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না।
গতকাল রাতে পানি নিষ্কাশন নিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল হকের সঙ্গে কলেজের শিক্ষক জাহিদুর রহমান ও বেলাল হোসেনের কথা-কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, ওই সময় তাঁরা শামসুল হককে লাঞ্ছিত করেন। প্রতিবাদ করলে ব্যবসায়ী মাইনুল ইসলাম রেজার ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করেন দুই শিক্ষক।
মাইনুল ইসলাম রেজার স্ত্রী বলেন, ‘আমি আমার স্বামীকে নিয়ে বরিশালে চিকিৎসায় আছি। আমার স্বামীকে অন্যায়ভাবে কলেজের বেলাল ও জাহিদ স্যার মেরে নাকের হাড় ভেঙে দিয়েছেন।’
অভিযোগের বিষয়ে জানতে জাহিদুর রহমানের মোবাইল ফোনে কল দিলে তিনি সাড়া দেননি। বেলাল হোসেনকে ফোন দিলে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন জানিয়ে সংযোগ কেটে দেন।
এ বিষয়ে জানতে পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মহসিন কবিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘কলেজের ঘটনাটি আমাকে অবগত করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
বরগুনার পাথরঘাটায় মাইনুল ইসলাম রেজা নামের এক ব্যবসায়ীকে কলেজশিক্ষকেরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাতে পাথরঘাটা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কলেজমাঠের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বিরোধ চলছে। এ নিয়ে কলেজ চত্বরের বাসিন্দা ও ব্যবসায়ী মাইনুল ইসলাম রেজা ও সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল হকের সঙ্গে কলেজশিক্ষকদের বিবাদ বাধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, মাইনুল ইসলাম রেজাকে ৮ থেকে ১০ জন শিক্ষক চারপাশ থেকে ঘিরে রেখে দুজন তাঁকে মারধর করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা কলেজমাঠে জমে থাকা বৃষ্টির পানি প্রতিবেশী বাসিন্দা অ্যাডভোকেট নুর ইসলাম ও সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল হকের জমির ওপর দিয়ে নির্মিত ড্রেনের মাধ্যমে নিষ্কাশন করা হয়। কলেজমাঠের জমি উঁচু হওয়ায় পানি গড়িয়ে আশপাশের নিচু এলাকাগুলো প্রায়ই জলাবদ্ধ হয়ে পড়ে। এ নিয়ে কলেজের আশপাশের বাসিন্দারা অনেক দিন ধরে অসন্তোষ প্রকাশ করছিলেন।
এলাকার ভুক্তভোগীরা জানান, বিশাল কলেজমাঠের পানি মাঠের দক্ষিণ দিক দিয়ে নেমে আসে। এতে তাঁদের বসতবাড়ি বেশির ভাগ জলাবদ্ধতা থাকে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না।
গতকাল রাতে পানি নিষ্কাশন নিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল হকের সঙ্গে কলেজের শিক্ষক জাহিদুর রহমান ও বেলাল হোসেনের কথা-কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, ওই সময় তাঁরা শামসুল হককে লাঞ্ছিত করেন। প্রতিবাদ করলে ব্যবসায়ী মাইনুল ইসলাম রেজার ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করেন দুই শিক্ষক।
মাইনুল ইসলাম রেজার স্ত্রী বলেন, ‘আমি আমার স্বামীকে নিয়ে বরিশালে চিকিৎসায় আছি। আমার স্বামীকে অন্যায়ভাবে কলেজের বেলাল ও জাহিদ স্যার মেরে নাকের হাড় ভেঙে দিয়েছেন।’
অভিযোগের বিষয়ে জানতে জাহিদুর রহমানের মোবাইল ফোনে কল দিলে তিনি সাড়া দেননি। বেলাল হোসেনকে ফোন দিলে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন জানিয়ে সংযোগ কেটে দেন।
এ বিষয়ে জানতে পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মহসিন কবিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘কলেজের ঘটনাটি আমাকে অবগত করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
২ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
২ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে