Ajker Patrika

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে রোগী আহত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে রোগী আহত

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারা খসে আব্দুস ছালাম (৬০) নামে একজন রোগী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েও আতঙ্কে রয়েছেন অন্যান্য রোগীরা। আজ বুধবার রাত ১০টার দিকে হাসপাতালের দোতলার পুরুষ ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এ অবস্থায় হাসপাতালের কর্তৃপক্ষ পুরোনো ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেন।

আহত আব্দুস ছালাম শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে দুই সপ্তাহ যাবৎ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময় ওই কক্ষের রোগীদের চিৎকার শুনে আশপাশের অন্যান্য রোগী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এ সময় হাসপাতালের দায়িত্বরত বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার বলেন, ‘একটি বড় ধরনের বিপদ থেকে আমরা বেঁচে গেছি। ভাগ্য ভালো কেউই ছাদ থেকে খসে পড়া পলেস্তারা বরাবর ছিলেন না। তবুও কিছুটা পলেস্তারা পড়েছে একজনের ওপরে। এতে মারাত্মক কিছু ঘটেনি। তাকে হাসপাতালের অন্য কক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের এই ভবনটি অনেক পুরোনো। এটি ভেঙে নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া আগে থেকেই চলমান ছিল। আশা করি কিছুদিনেই ভেতরেই ভবনটি ভাঙার জন্য দরপত্র আহ্বান করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত