বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে আওয়ামী যুবলীগের জেলা ও উপজেলা কমিটি গঠনের জন্য তৎপরতা চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে জেলার সাত উপজেলা ও দুই পৌরসভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হবে। এরপর জেলা কমিটি গঠন করা হবে। তবে দলের প্রতিটি স্তরেই যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে যুবলীগের নেতৃবৃন্দ। আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বান্দরবান জেলায় যোগ্য, ত্যাগী ও নিষ্ঠাবান নেতাকর্মীদের ভবিষ্যতে বিভিন্ন পর্যায়ের কমিটিতে নেওয়ার জন্য এরই মধ্যে কাজ শুরু হয়েছে। দল গোছাতে জেলা, উপজেলা ও পৌর কমিটিগুলো কাজ করে যাচ্ছে।
জানা গেছে, বান্দরবানে সাতটি উপজেলা ও দুটি পৌরসভা কমিটি গঠনের জন্য এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদের বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করা হচ্ছে। বিগত সময়ে যারা যুবলীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন, সাংগঠনিক কার্যক্রমে অবদান রেখেছেন, তাঁদের এবার কমিটি গঠনের সময় গুরুত্ব দিয়ে দলীয় নির্দেশনা মোতাবেক কাজ করা হচ্ছে।
যুবলীগ সূত্রে জানা যায়, উপজেলা ও পৌর কমিটিতে অন্তর্ভুক্তির জন্য এরই মধ্যে অনেক নেতাই চেষ্টা করে যাচ্ছেন। অনেকে নেতৃত্বে আসার জন্য জেলা কমিটির সঙ্গে যোগাযোগ ও নজরে আসার জন্য নানাভাবে চেষ্টা করছেন। এলাকায় তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ আগের তুলনায় বাড়িয়ে দিয়েছেন। দলের জন্য আগের চেয়ে বেশি সময় দিচ্ছেন, যাতে করে ভবিষ্যতে কমিটিতে আসতে পারেন।
এ বিষয়ে বান্দরবান জেলা যুবলীগের আহ্বায়ক কেলু মং মারমা আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে বান্দরবানের উপজেলা ও পৌর কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছেন। এর পরই জেলা কমিটি গঠন করতে বলা হয়েছে।
কেলু মং আরও বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই নির্দেশনার পর জেলা আহ্বায়ক কমিটি উপজেলা ও পৌর কমিটিগুলো গঠনের জন্য কাজ শুরু করেছে। এরই মধ্যে সৎ, যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের জন্য উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন জেলা কমিটির নেতৃবৃন্দ। যুবলীগ হলো আওয়ামী লীগের অন্যতম শক্তি। যুবলীগ শেখ মনির হাতে গড়া সংগঠন, এখানে বিতর্কিতদের কোনো স্থান নেই। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কিংবা বিতর্ক থাকবে তাদের কমিটিতে আনা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুবলীগে কোনো বিতর্কিতদের ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সংগঠন পরিপন্থী ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কোনো বিতর্কিতদেরই আগামীতে যুবলীগের কোনো পর্যায়ে রাখা হবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
যুবলীগ জেলা কমিটির সদস্যসচিব ও বান্দরবান পৌরসভার কাউন্সিলর মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, যুবলীগ হলো আওয়ামী লীগের অন্যতম শক্তি। এখান থেকেই যোগ্যতা অর্জন করে আগামীতে মূল দলে (আওয়ামী লীগ) যাওয়ার সুযোগ হবে এবং দেশের নেতৃত্বে আসবেন। তাই যোগ্য, দক্ষ ও দলের প্রতি আন্তরিক এবং কোনো বিতর্কিত কার্যক্রমে জড়িত নেই এমন ব্যক্তিদেরই মূল্যায়ন করে আগামীতে কমিটিতে আনা হবে।
ওমর ফারুক আরও বলেন, দল গোছাতে কাজ চলছে। কোনো ব্যত্যয় না হলে আগামী ডিসেম্বর মাসেই কাউন্সিলের মাধ্যমে যুবলীগের উপজেলা ও পৌর কমিটি গঠন সম্পন্ন করা হবে। উপজেলা ও পৌর কমিটি গঠনের পরই জেলা কমিটি গঠন করা হবে।
বান্দরবানে আওয়ামী যুবলীগের জেলা ও উপজেলা কমিটি গঠনের জন্য তৎপরতা চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে জেলার সাত উপজেলা ও দুই পৌরসভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হবে। এরপর জেলা কমিটি গঠন করা হবে। তবে দলের প্রতিটি স্তরেই যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে যুবলীগের নেতৃবৃন্দ। আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বান্দরবান জেলায় যোগ্য, ত্যাগী ও নিষ্ঠাবান নেতাকর্মীদের ভবিষ্যতে বিভিন্ন পর্যায়ের কমিটিতে নেওয়ার জন্য এরই মধ্যে কাজ শুরু হয়েছে। দল গোছাতে জেলা, উপজেলা ও পৌর কমিটিগুলো কাজ করে যাচ্ছে।
জানা গেছে, বান্দরবানে সাতটি উপজেলা ও দুটি পৌরসভা কমিটি গঠনের জন্য এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদের বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করা হচ্ছে। বিগত সময়ে যারা যুবলীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন, সাংগঠনিক কার্যক্রমে অবদান রেখেছেন, তাঁদের এবার কমিটি গঠনের সময় গুরুত্ব দিয়ে দলীয় নির্দেশনা মোতাবেক কাজ করা হচ্ছে।
যুবলীগ সূত্রে জানা যায়, উপজেলা ও পৌর কমিটিতে অন্তর্ভুক্তির জন্য এরই মধ্যে অনেক নেতাই চেষ্টা করে যাচ্ছেন। অনেকে নেতৃত্বে আসার জন্য জেলা কমিটির সঙ্গে যোগাযোগ ও নজরে আসার জন্য নানাভাবে চেষ্টা করছেন। এলাকায় তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ আগের তুলনায় বাড়িয়ে দিয়েছেন। দলের জন্য আগের চেয়ে বেশি সময় দিচ্ছেন, যাতে করে ভবিষ্যতে কমিটিতে আসতে পারেন।
এ বিষয়ে বান্দরবান জেলা যুবলীগের আহ্বায়ক কেলু মং মারমা আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে বান্দরবানের উপজেলা ও পৌর কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছেন। এর পরই জেলা কমিটি গঠন করতে বলা হয়েছে।
কেলু মং আরও বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই নির্দেশনার পর জেলা আহ্বায়ক কমিটি উপজেলা ও পৌর কমিটিগুলো গঠনের জন্য কাজ শুরু করেছে। এরই মধ্যে সৎ, যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের জন্য উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন জেলা কমিটির নেতৃবৃন্দ। যুবলীগ হলো আওয়ামী লীগের অন্যতম শক্তি। যুবলীগ শেখ মনির হাতে গড়া সংগঠন, এখানে বিতর্কিতদের কোনো স্থান নেই। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কিংবা বিতর্ক থাকবে তাদের কমিটিতে আনা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুবলীগে কোনো বিতর্কিতদের ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সংগঠন পরিপন্থী ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কোনো বিতর্কিতদেরই আগামীতে যুবলীগের কোনো পর্যায়ে রাখা হবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
যুবলীগ জেলা কমিটির সদস্যসচিব ও বান্দরবান পৌরসভার কাউন্সিলর মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, যুবলীগ হলো আওয়ামী লীগের অন্যতম শক্তি। এখান থেকেই যোগ্যতা অর্জন করে আগামীতে মূল দলে (আওয়ামী লীগ) যাওয়ার সুযোগ হবে এবং দেশের নেতৃত্বে আসবেন। তাই যোগ্য, দক্ষ ও দলের প্রতি আন্তরিক এবং কোনো বিতর্কিত কার্যক্রমে জড়িত নেই এমন ব্যক্তিদেরই মূল্যায়ন করে আগামীতে কমিটিতে আনা হবে।
ওমর ফারুক আরও বলেন, দল গোছাতে কাজ চলছে। কোনো ব্যত্যয় না হলে আগামী ডিসেম্বর মাসেই কাউন্সিলের মাধ্যমে যুবলীগের উপজেলা ও পৌর কমিটি গঠন সম্পন্ন করা হবে। উপজেলা ও পৌর কমিটি গঠনের পরই জেলা কমিটি গঠন করা হবে।
সিরাজগঞ্জের কামারখন্দে র্যাব-১২-এর সদস্যদের ধাওয়ায় পানিতে ডুবে মোহাম্মদ শাওন (২২) নামের এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।
১ ঘণ্টা আগেকক্সবাজারের বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের বাধা দেওয়ার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। আজ রোববার কক্সবাজার সদর মডেল থানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কক্সবাজার নদীবন্দরের পোর্ট অফিসার মোহাম্মদ আবদুল
১ ঘণ্টা আগেটেকনাফে অপহরণের তিন দিন পর দুই কৃষক ও প্রতিবন্ধী কিশোরকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় পাহাড়ের জমিদারঘোনা নামের এলাকা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। এর আগে তিনজনকে ওই এলাকায় রেখে যায় অপহরণকারীরা।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুলাই বিপ্লবে চোখ হারানো দ্বীপ মাহবুব। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থ
২ ঘণ্টা আগে