মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
শুল্কমুক্ত সুবিধায় মোংলা বন্দরে আনা সাবেক সংসদ সদস্যদের বিলাসবহুল গাড়ি নিলামে বিক্রি না হওয়ায় গাড়ি সরবরাহ দেশ জাপানে ফেরত পাঠানো হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব গাড়ি ফেরত পাঠাচ্ছে।
এরই মধ্যে চলতি মাসের ১৮ তারিখ পানামা পতাকাবাহী লোটাস লিডার জাহাজে করে নীলফামারীর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুল আলমের প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়িটি ফেরত পাঠিয়েছে এনবিআর। আরেক সাবেক এমপি কক্সবাজার-১ আসনের এমপি ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ল্যান্ড ক্রুজারও ফেরত পাঠানোর সব প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।
মোংলা কাস্টম হাউস সূত্রে জানা যায়, মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় ২০২৪ সালের ১৭ জুলাই জাপান থেকে মোট চারটি প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি আমদানি করা হয়। এই চারটি গাড়ি কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, নীলফামারী-৪ আসনের সিদ্দিকুল আলম, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের নাসিমা জামান ববির নামে আনা হয়।
এরপর ৫ আগস্ট সরকার পতনের পর সংসদ ভেঙে দেওয়া হলে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর সাবেক এই সংসদ সদস্যরা কেউ আর মোংলা বন্দর থেকে গাড়ি ছাড় করেননি।
সূত্র আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে গাড়ি ছাড় না করায় গত বছরের ২৫ নভেম্বর গাড়িগুলো নিলামে তোলে মোংলা কাস্টম হাউস। কিন্তু কাস্টমস হাউস কর্তৃক নির্ধারিত মূল্যে কেউ দরপত্র না দিলে সেগুলোও বিক্রি হয়নি। এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই চারটি গাড়ি আবার জাপানে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করে।
মোংলা কাস্টম হাউসের কমিশনার ম. সফিউজ্জামান জানান, তিন থেকে চার গুণ শুল্ক দিয়ে এসব গাড়ি নিতে কেউ আগ্রহ দেখায়নি। তাই জাপানে ফেরত পাঠানো হচ্ছে এসব গাড়ি। এর মধ্যে নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিকের গাড়ি চলতি মাসে ফেরত পাঠানো হয়েছে। আরেক সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিমের ল্যান্ড ক্রুজারও ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। বাকি দুটি গাড়িও সংশ্লিষ্ট আমদানিকারেরা চাইলে ফেরত পাঠানো হবে।
শুল্কমুক্ত সুবিধায় মোংলা বন্দরে আনা সাবেক সংসদ সদস্যদের বিলাসবহুল গাড়ি নিলামে বিক্রি না হওয়ায় গাড়ি সরবরাহ দেশ জাপানে ফেরত পাঠানো হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব গাড়ি ফেরত পাঠাচ্ছে।
এরই মধ্যে চলতি মাসের ১৮ তারিখ পানামা পতাকাবাহী লোটাস লিডার জাহাজে করে নীলফামারীর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুল আলমের প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়িটি ফেরত পাঠিয়েছে এনবিআর। আরেক সাবেক এমপি কক্সবাজার-১ আসনের এমপি ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ল্যান্ড ক্রুজারও ফেরত পাঠানোর সব প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।
মোংলা কাস্টম হাউস সূত্রে জানা যায়, মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় ২০২৪ সালের ১৭ জুলাই জাপান থেকে মোট চারটি প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি আমদানি করা হয়। এই চারটি গাড়ি কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, নীলফামারী-৪ আসনের সিদ্দিকুল আলম, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের নাসিমা জামান ববির নামে আনা হয়।
এরপর ৫ আগস্ট সরকার পতনের পর সংসদ ভেঙে দেওয়া হলে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর সাবেক এই সংসদ সদস্যরা কেউ আর মোংলা বন্দর থেকে গাড়ি ছাড় করেননি।
সূত্র আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে গাড়ি ছাড় না করায় গত বছরের ২৫ নভেম্বর গাড়িগুলো নিলামে তোলে মোংলা কাস্টম হাউস। কিন্তু কাস্টমস হাউস কর্তৃক নির্ধারিত মূল্যে কেউ দরপত্র না দিলে সেগুলোও বিক্রি হয়নি। এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই চারটি গাড়ি আবার জাপানে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করে।
মোংলা কাস্টম হাউসের কমিশনার ম. সফিউজ্জামান জানান, তিন থেকে চার গুণ শুল্ক দিয়ে এসব গাড়ি নিতে কেউ আগ্রহ দেখায়নি। তাই জাপানে ফেরত পাঠানো হচ্ছে এসব গাড়ি। এর মধ্যে নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিকের গাড়ি চলতি মাসে ফেরত পাঠানো হয়েছে। আরেক সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিমের ল্যান্ড ক্রুজারও ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। বাকি দুটি গাড়িও সংশ্লিষ্ট আমদানিকারেরা চাইলে ফেরত পাঠানো হবে।
বগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহযোগিতায় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাহালু থানা-পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের বার মাইল-তিন দিঘি গামী পাকা রাস্তার কুর্নিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগেবগুড়ায় আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি পালানোর ঘটনায় ছয় পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া..
৪৩ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অন্তত ১৫ শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে এক ছাত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থী হলেন লোকপ্রশাসন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ছাত্রী জান্নাতুল মাওয়া স্নেহা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী কমিটির নিকট সামাজিক...
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা ৷ এতে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে