নিজস্ব প্রতিনিধি
ঢাকা: সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সারা দেশ জুড়ে চলছে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ। রোজিনা ইসলামের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের বিচার দাবি করেছেন তারা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন প্রেসক্লাবের ভেতরে বুধবার সকালে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হেনস্তাকারী দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ৷ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেক্রেটারিয়েট, শরীয়তপুর সাংবাদিক সমিতি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ আরো বেশ কিছু সাংবাদিক সংগঠন।
প্রেসক্লাবের বাইরে রোজিনা ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীসহ সকল কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সমাবেশে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আমি কারো কাছে রোজিনা ইসলামের মুক্তি দাবি করবো না কারণ এই বিনা ভোটের সরকারের কাছে আর কোন কিছু দাবি করার কোন যৌক্তিকতা নেই। আন্দোলনের মধ্য দিয়ে একটি মুক্ত স্বাধীন গণমাধ্যম, রাষ্ট্র প্রতিষ্ঠা করা না গেলে মানুষের ওপর এমন নির্যাতন চলতেই থাকবে।
রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহার করে তাঁকে হেনস্তাকারীদের বিচার দাবী করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নারী সাংবাদিক কেন্দ্রের বক্তারা বলেন, রোজিনা একজন সৎ, নির্ভীক, অনুসন্ধানী সাংবাদিক। তাকে এমনভাবে হেনস্তা করা অনুচিত। অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আজ বুধবার বিকালে প্রেসক্লাবের সামনে রোজিনা ইসলামের মুক্তি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা ও আমলাদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (নারী সেল)। সমাবেশে বক্তারা বলেন, রোজিনা চলমান দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে লিখেছেন তাই তার ওপর এমন অমানবিক নির্যাতন করা হচ্ছে। কিন্তু দুর্নীতিবাজ মন্ত্রী, আমলাদের বিচার না করে রোজিনার নামে মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করে রোজিনাকে মুক্তি দিতে হবে এবং দোষীদের বিচার করতে হবে। একই দাবিতে বিকালে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
ঢাকা: সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সারা দেশ জুড়ে চলছে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ। রোজিনা ইসলামের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের বিচার দাবি করেছেন তারা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন প্রেসক্লাবের ভেতরে বুধবার সকালে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হেনস্তাকারী দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ৷ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেক্রেটারিয়েট, শরীয়তপুর সাংবাদিক সমিতি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ আরো বেশ কিছু সাংবাদিক সংগঠন।
প্রেসক্লাবের বাইরে রোজিনা ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীসহ সকল কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সমাবেশে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আমি কারো কাছে রোজিনা ইসলামের মুক্তি দাবি করবো না কারণ এই বিনা ভোটের সরকারের কাছে আর কোন কিছু দাবি করার কোন যৌক্তিকতা নেই। আন্দোলনের মধ্য দিয়ে একটি মুক্ত স্বাধীন গণমাধ্যম, রাষ্ট্র প্রতিষ্ঠা করা না গেলে মানুষের ওপর এমন নির্যাতন চলতেই থাকবে।
রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহার করে তাঁকে হেনস্তাকারীদের বিচার দাবী করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নারী সাংবাদিক কেন্দ্রের বক্তারা বলেন, রোজিনা একজন সৎ, নির্ভীক, অনুসন্ধানী সাংবাদিক। তাকে এমনভাবে হেনস্তা করা অনুচিত। অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আজ বুধবার বিকালে প্রেসক্লাবের সামনে রোজিনা ইসলামের মুক্তি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা ও আমলাদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা গ্রহণের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (নারী সেল)। সমাবেশে বক্তারা বলেন, রোজিনা চলমান দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে লিখেছেন তাই তার ওপর এমন অমানবিক নির্যাতন করা হচ্ছে। কিন্তু দুর্নীতিবাজ মন্ত্রী, আমলাদের বিচার না করে রোজিনার নামে মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করে রোজিনাকে মুক্তি দিতে হবে এবং দোষীদের বিচার করতে হবে। একই দাবিতে বিকালে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
৩৯ মিনিট আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৭ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৮ ঘণ্টা আগে