Ajker Patrika

নেতাকর্মীদের জন্য দোয়ার আবেদন হেফাজত মহাসচিবের

নিজস্ব প্রতিবেদক
নেতাকর্মীদের জন্য দোয়ার আবেদন হেফাজত মহাসচিবের

হেফাজতে ইসলামের আহত-নিহত ও গ্রেফতার হওয়া নেতাকর্মীদের জন্য দোয়ার আবেদন জানিয়েছেন সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদী।

শুক্রবার এক বিবৃতিতে তিনি এ আবেদন জানান। 

বিবৃতিতে নুরুল ইসলাম বলেন, সাম্প্রতিক ঘটনায় হেফাজতে ইসলামের ২০ জনের বেশি নেতাকর্মী ও সমর্থককে হত্যা করা হয়েছে। আহত করা হয়েছে অসংখ্য আলেম-উলামা ও তৌহিদী জনতাকে। নিহতদের দারাজাত বুলন্দি ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাইছি আমরা। 

এছাড়াও গত কয়েকদিনে হেফাজতের কেন্দ্রীয় দুই সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহকারী অর্থ সম্পাদক মুফতী ইলিয়াস হামিদী, সহ প্রচার সম্পাদক মুফতী শরীফউল্লাহ, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতী বশিরউল্লাহসহ সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কেউ কেউ বর্তমানে রিমান্ডেও আছেন।

এই অবস্থায় তাদের মুক্তির জন্য যেমন সব রকম চেষ্টা চালিয়ে যেতে হবে, তেমনি মহান আল্লাহর কাছেও বিশেষভাবে দোয়ার শামিল হতে হবে। আমরা দেশবাসীর কাছে হেফাজতের আহত-নিহত ও গ্রেফতার হওয়া সকল নেতাকর্মীদের জন্য বিশেষভাবে দোয়ার আবেদন জানাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত