ফরিদপুর প্রতিনিধি
থানা থেকে আওয়ামী লীগের নেতা পালানোর ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের কর্মকর্তা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি ধরাকে কেন্দ্র করে আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কাউকে ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। আমাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সে অনুযায়ী আজ (মঙ্গলবার) রাতেই আলফাডাঙ্গা ছেড়ে পুলিশ লাইনসে যোগদান করব।’
গত সোমবার (১২ মে) দুপুরে আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল সড়কের নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিনকে (৫২) আটক করে পুলিশ।
ওই সময় ওসি স্থানীয় সাংবাদিকদের বলেছিলেন, বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেপ্তার করা হয়েছে নাসির উদ্দিনকে। এর কিছুক্ষণ পরে আওয়ামী লীগের ওই নেতা মোবাইল ফোনে কথা বলতে বলতে থানার পেছনের দিকে পুলিশ মেসের পাশ দিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় সমালোচনার মুখে পড়েন পুলিশের ওই কর্মকর্তা। যদিও নাসির উদ্দিনকে আজ (মঙ্গলবার) সকালে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁকে ধরে আনা হয়েছে, আর পরিবারের দাবি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি আত্মসমর্পণ করেছেন।
এ বিষয়ে নাসির উদ্দিনের ছোট ভাই তৈয়বুর রহমান বলেন, ‘আমার ভাই রাজনীতি করেন, এটা ঠিক। কিন্তু তিনি কোনো মামলার আসামি নন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার ভাইকে পুলিশ থানায় নেওয়ার পর তিনি ভয় পান এবং থানা থেকে পালিয়ে যান। পরে আরেক ভাইকে আটক করে পুলিশ। আমরা খোঁজাখুঁজি করে তাঁকে থানায় আত্মসমর্পণ করার জন্য পারিবারিক সিদ্ধান্তের কথা জানাই। এরপর তিনি আত্মসমর্পণ করেন। এখন তিনি থানায় আছেন।’
তবে ওসি হারুন অর রশিদ বলেন, সোমবার তাঁকে আটকের পর থানা থেকে কৌশলে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ থেকে পুলিশ তাঁকে আটক করে নিয়ে এসেছে।
এ বিষয়ে কথা বলতে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।
থানা থেকে আওয়ামী লীগের নেতা পালানোর ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের কর্মকর্তা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি ধরাকে কেন্দ্র করে আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কাউকে ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। আমাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সে অনুযায়ী আজ (মঙ্গলবার) রাতেই আলফাডাঙ্গা ছেড়ে পুলিশ লাইনসে যোগদান করব।’
গত সোমবার (১২ মে) দুপুরে আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল সড়কের নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিনকে (৫২) আটক করে পুলিশ।
ওই সময় ওসি স্থানীয় সাংবাদিকদের বলেছিলেন, বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেপ্তার করা হয়েছে নাসির উদ্দিনকে। এর কিছুক্ষণ পরে আওয়ামী লীগের ওই নেতা মোবাইল ফোনে কথা বলতে বলতে থানার পেছনের দিকে পুলিশ মেসের পাশ দিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় সমালোচনার মুখে পড়েন পুলিশের ওই কর্মকর্তা। যদিও নাসির উদ্দিনকে আজ (মঙ্গলবার) সকালে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁকে ধরে আনা হয়েছে, আর পরিবারের দাবি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি আত্মসমর্পণ করেছেন।
এ বিষয়ে নাসির উদ্দিনের ছোট ভাই তৈয়বুর রহমান বলেন, ‘আমার ভাই রাজনীতি করেন, এটা ঠিক। কিন্তু তিনি কোনো মামলার আসামি নন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার ভাইকে পুলিশ থানায় নেওয়ার পর তিনি ভয় পান এবং থানা থেকে পালিয়ে যান। পরে আরেক ভাইকে আটক করে পুলিশ। আমরা খোঁজাখুঁজি করে তাঁকে থানায় আত্মসমর্পণ করার জন্য পারিবারিক সিদ্ধান্তের কথা জানাই। এরপর তিনি আত্মসমর্পণ করেন। এখন তিনি থানায় আছেন।’
তবে ওসি হারুন অর রশিদ বলেন, সোমবার তাঁকে আটকের পর থানা থেকে কৌশলে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ থেকে পুলিশ তাঁকে আটক করে নিয়ে এসেছে।
এ বিষয়ে কথা বলতে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে