Ajker Patrika

খালেদা জিয়ার প্রশংসা করায় আ. লীগ নেতাকে ­সাময়িক অব্যাহতি

মনিরামপুর প্রতিনিধি
খালেদা জিয়ার প্রশংসা করায় আ. লীগ নেতাকে ­সাময়িক অব্যাহতি

গণহত্যা ও স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ‘দেশনেত্রী খালেদা জিয়া দেশ গড়ার ও উন্নয়নের কারিগর’ বলা আব্দুল হাইকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। তিনি মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অব্যাহতির পাশাপাশি আব্দুল হাইকে চিঠি পাওয়ার এক সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২৫ মার্চ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত গণহত্যা ও স্বাধীনতা দিবসের আলোচনায় আব্দুল হাই বক্তব্য দেওয়ার সময় “খালেদা জিয়া দেশ গড়ার ও উন্নয়নের কারিগর” বলেছেন। তাঁর আপত্তিজনক বক্তব্যে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং দলের নেতা–কর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। কারণ দর্শিয়ে তাঁকে ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হলো। আব্দুল হাইকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য ঊর্ধ্বতন সংগঠনের নেতৃত্বকে জানানো হয়েছে।’

গতকাল বুধবার দুপুরে মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখনো কোনো চিঠি পাইনি। পেলে অবশ্যই জবাব দেব।’

আব্দুল হাই বলেন, ‘ওই দিনের বক্তব্যে শেখ হাসিনার নাম বলতে গিয়ে ভুলবশত খালেদা জিয়ার নাম বলা হয়েছে।’

এদিকে সাংবাদিকদের হাতে পৌঁছানো বিজ্ঞপ্তিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসানের স্বাক্ষর থাকলেও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের স্বাক্ষর দেখা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত