Ajker Patrika

মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মায়েরও মৃত্যু

পাবনা প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৪: ৫৭
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মায়েরও মৃত্যু

পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় ঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে বিদ্যুতায়িত হন মেয়ে। তাঁকে বাঁচাতে গিয়ে মা-ও বিদ্যুতায়িত হন। একসঙ্গে মা-মেয়ের বিদ্যুতায়িত হয়ে মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

মৃতরা হলেন উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহনারা খাতুন (৫২) ও তাঁর মেয়ে আলেছা খাতুন (৩৫)। আলেছা হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। 

দাপুনিয়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে ছেঁড়া তারের সঙ্গে লেগে প্রথমে মেয়ে আলেছা বিদ্যুতায়িত হন। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে মা-ও বিদ্যুতায়িত হন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

আরব আলী বিশ্বাস বলেন, ‘আমার মেয়ে সোমবার বিকেলে স্বামীর বাড়ি থেকে বেড়াতে আসে। আর আজ সকালে এ দুর্ঘটনা ঘটল। স্ত্রী ও মেয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।’ 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদের উদ্ধার করে। পরে পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত