নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আগামী ২১ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ থেকে আসা-যাওয়ার জন্য নির্ধারিত সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের গাইডলাইন এবং নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক যাত্রীদের জন্য ফ্লাইট পরিচালনা আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। গত ১১ এপ্রিল প্রকাশিত সেই প্রজ্ঞাপনে জারি করা শর্তগুলো এবারের প্রজ্ঞাপনের সঙ্গে অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক সকল ফ্লাইট স্থগিত করেছিলো বেবিচক। তবে, চার্টার্ড ফ্লাইট, কার্গো ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ ফ্লাইট এ বিধিনিষেধের বাইরে থাকবে। তবে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি শ্রমিকদের রপ্তানির বিষয়টি চিন্তা করে গত ১৭ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যের ৪টি গন্তব্য এবং সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনের সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে, গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করেছিল সংস্থাটি।
এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আরও ৭ দিনের জন্য স্থাগিত করা হয়েছে। তবে শ্রমিক পরিবহনে বাংলাদেশ থেকে পাঁচ গন্তব্যে যে বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে তা চলতে থাকবে।
গতবছর মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলে ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু করা হয়। তারপরে ধীরে ধীরে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল শুরু হয়।
দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ বৃদ্ধি পেলে গত ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ব্যতীত সকল ইউরোপীয় দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেয় সংস্থাটি। এর পাশাপাশি বিশ্বের আরও ১২টি দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ আছে। ইউরোপীয় দেশ ছাড়াও আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়েতে বাংলাদেশের ফ্লাইট বন্ধ আছে।
ঢাকা: আগামী ২১ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ থেকে আসা-যাওয়ার জন্য নির্ধারিত সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের গাইডলাইন এবং নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক যাত্রীদের জন্য ফ্লাইট পরিচালনা আগামী ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। গত ১১ এপ্রিল প্রকাশিত সেই প্রজ্ঞাপনে জারি করা শর্তগুলো এবারের প্রজ্ঞাপনের সঙ্গে অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক সকল ফ্লাইট স্থগিত করেছিলো বেবিচক। তবে, চার্টার্ড ফ্লাইট, কার্গো ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স এবং বিশেষ ফ্লাইট এ বিধিনিষেধের বাইরে থাকবে। তবে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশি শ্রমিকদের রপ্তানির বিষয়টি চিন্তা করে গত ১৭ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যের ৪টি গন্তব্য এবং সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনের সিদ্ধান্ত নেয় সরকার। এর আগে, গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করেছিল সংস্থাটি।
এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আরও ৭ দিনের জন্য স্থাগিত করা হয়েছে। তবে শ্রমিক পরিবহনে বাংলাদেশ থেকে পাঁচ গন্তব্যে যে বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে তা চলতে থাকবে।
গতবছর মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলে ঢাকা থেকে সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু করা হয়। তারপরে ধীরে ধীরে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল শুরু হয়।
দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ বৃদ্ধি পেলে গত ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ব্যতীত সকল ইউরোপীয় দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেয় সংস্থাটি। এর পাশাপাশি বিশ্বের আরও ১২টি দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ আছে। ইউরোপীয় দেশ ছাড়াও আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়েতে বাংলাদেশের ফ্লাইট বন্ধ আছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ রোববার (২৪ আগস্ট)। মনোনয়নপত্র বিতরণ চলবে আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) পর্যন্ত।
১ ঘণ্টা আগেরাজশাহীতে বরখাস্ত হওয়া পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) পেটানোর পর পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে নগরের হজোর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার সাবেক এই এসআইয়ের নাম মাহবুব হাসান (৩৫)। তার বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানি ও ভয় দেখিয়ে টাকা আদায়ের বহু অভিযোগ আছে।
১ ঘণ্টা আগে৫০ শয্যার এ হাসপাতালে ১৮ জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন ১১ জন। এর মধ্যে ৫ জন অন্যত্র প্রেষণে থাকায় কার্যত মাত্র ৬ জন মেডিকেল অফিসার দিয়ে চলছে চিকিৎসা সেবা। ১০ জন কনসালটেন্টের মধ্যে কর্মরত আছেন মাত্র ৪ জন। অ্যানেসথেসিয়া, সার্জারি, কার্ডিওলজি, চক্ষু, চর্ম ও যৌন, নাক-কান-গলা...
১ ঘণ্টা আগেজেলার স্বাস্থ্য বিভাগ জানায়, ঠাকুরগাঁওয়ে মোট ১৪৮টি কমিউনিটি ক্লিনিক আছে। এসব ক্লিনিকে সর্দি-জ্বর, আমাশয়, ডায়রিয়া, মাথাব্যথাসহ সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সাধারণত বছরে তিন দফায় ওষুধ সরবরাহ করা হয়। তবে গত ডিসেম্বরের পর থেকে সদর উপজেলার ৫৯টি ক্লিনিকে কোনো ওষুধ আসেনি।
২ ঘণ্টা আগে