Ajker Patrika

প্রধানমন্ত্রীকে জলবায়ু সম্মেলনের আমন্ত্রণ জানাতে ঢাকায় জন কেরি

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৩: ৩৫
প্রধানমন্ত্রীকে জলবায়ু সম্মেলনের আমন্ত্রণ জানাতে ঢাকায় জন কেরি

ঢাকায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি। তাকে বহনকারী মার্কিন বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজটি আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমনাবন্দরে অবতরণ করে।

মার্কিন প্রেসিডেন্টের পক্ষে জলবায়ুবিষয়ক ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে কয়েক ঘণ্টার সফরে বাংলাদেশে এসেছেন কেরি। দিল্লি থেকে ঢাকা এসেছেন তিনি।

সকালে জন কেরিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি রাষ্টীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে যাবেন। ওই সময় তিনি মার্কিন প্রেসিডেন্টের দেওয়া লিডার্স সামিট অন ক্লাইমেটের নিমন্ত্রণপত্র তুলে দেবেন। এরপর বেলা ৫টায় তিনি ঢাকা ছাড়বেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত