Ajker Patrika

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রতিনিধি, নরসিংদী
আপডেট : ২৮ মার্চ ২০২১, ১০: ০৫
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

নরসিংদী শহরের একটি বাড়ি থেকে দুটি বালতিতে বালি দিয়ে ঢাকা বোমাসদৃশ বস্তু উদ্ধার হয়েছে।

আজ শনিবার (২৭ মার্চ) দুপুরে শহরের বানিয়াছল এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল জলিলের বাড়ির একপাশ থেকে বালতি দুটো উদ্ধার করা হয়। তবে কেউই জানেন না বালতি দুটো এখানে কীভাবে এলো।

বাড়িটির মালিক আবদুল জলিলের স্ত্রী বলেন, শনিবার বেলা ১১টার দিকে আমাদের গ্যাস সিলিন্ডারের সমস্যা ঠিক করতে আসেন এক ব্যক্তি। তাকে নিয়ে বাড়িটির নিচতলার সাইড গেটের তালা খুলে ভেতরে যাই। সেখানে গিয়ে দেখি দুটো বালতি পড়ে আছে। এগিয়ে গিয়ে দেখি এসব বালতির ভেতরে বালু দিয়ে ঠাসা কয়েকটি স্কচটেপ প্যাচানো বস্তু রাখা। আমি সেই বালতিগুলো ধরতে গিয়েছিলাম। কিন্তু গ্যাস সিলিন্ডার ঠিক করতে আসা ওই ব্যক্তি আমাকে বলেন, এগুলো দেখতে বোমার মত মনে হচ্ছে। পরে আমার স্বামীকে ঘটনা জানালে তিনি পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বালতিগুলোতে বোমা সাদৃশ্য বস্তু দেখা গেছে। বালু দিয়ে ঢেকে রাখা এসব বস্তুগুলো বোমা জাতীয় কিনা এখনো নিশ্চিত নই আমরা। নিশ্চিত হওয়ার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর জানানো হয়েছে।

নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, দুটো বালতিতে বোমা সদৃশ বস্তু পাওয়া গেলেও ঠিক কয়টা তা গণনা করা যায়নি। রাজধানী ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

নরসিংদী
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত