প্রতিনিধি, ফরিদপুর
ফরিপুরে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে এক সপ্তাহের ব্যবধানে পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৯২ জন। এদিকে ভাইরাসে একইসাথে স্বামী স্ত্রী দুইজনের মৃত্যু হয়েছে। নতুনভাবে আক্রান্ত হয়েছেন আরো ৩৪ জন।
নিহতরা হলেন, শহরের ঝিলটুলির নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট হোটেল ব্যবসায়ী খন্দকার মিজানুর রহমান হালিম (৭২) এবং তার স্ত্রী মেহেরুন নেছা (৬০)।
এবিষয়ে নিহতের আত্নীয় বিএমএর ফরিদপুরের সভাপতি ডা. আ স ম জাহাঙ্গীর চেীধুরী টিটো বলেন, তারা দুইজনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে ভর্তি ছিলেন। এদের মধ্যে গত ১০ দিন আগে মেহেরুন নেছা এবং তার স্বামী খন্দকার হালিম ৬ দিন আগে করোনায় আক্রান্ত হন।
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, মেহেরুন নেছা সোমবার সকালে এবং তার স্বামী রাতে মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, এই পর্যন্ত জেলায় করোনায় ১২৬ জনের প্রাণহানি হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৯ হাজারের মতো। কিন্তু বর্তমানে চিকিৎসা নিচ্ছে ১৯২ জন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, করোনায় মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় আজ মঙ্গলবার বাদ আছর চৌরঙ্গী মসজিদে জানাযা শেষে দাফনের ব্যবস্থা করা হয়।
তিনি আরও বলেন, হঠাৎ করে আবারো করোনার ভয়াবহতা বেড়ে চলেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি করোনা মোকাবেলায় সকলকেই এগিয়ে আসতে হবে।
ফরিপুরে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে এক সপ্তাহের ব্যবধানে পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৯২ জন। এদিকে ভাইরাসে একইসাথে স্বামী স্ত্রী দুইজনের মৃত্যু হয়েছে। নতুনভাবে আক্রান্ত হয়েছেন আরো ৩৪ জন।
নিহতরা হলেন, শহরের ঝিলটুলির নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট হোটেল ব্যবসায়ী খন্দকার মিজানুর রহমান হালিম (৭২) এবং তার স্ত্রী মেহেরুন নেছা (৬০)।
এবিষয়ে নিহতের আত্নীয় বিএমএর ফরিদপুরের সভাপতি ডা. আ স ম জাহাঙ্গীর চেীধুরী টিটো বলেন, তারা দুইজনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে ভর্তি ছিলেন। এদের মধ্যে গত ১০ দিন আগে মেহেরুন নেছা এবং তার স্বামী খন্দকার হালিম ৬ দিন আগে করোনায় আক্রান্ত হন।
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, মেহেরুন নেছা সোমবার সকালে এবং তার স্বামী রাতে মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, এই পর্যন্ত জেলায় করোনায় ১২৬ জনের প্রাণহানি হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৯ হাজারের মতো। কিন্তু বর্তমানে চিকিৎসা নিচ্ছে ১৯২ জন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, করোনায় মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় আজ মঙ্গলবার বাদ আছর চৌরঙ্গী মসজিদে জানাযা শেষে দাফনের ব্যবস্থা করা হয়।
তিনি আরও বলেন, হঠাৎ করে আবারো করোনার ভয়াবহতা বেড়ে চলেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি করোনা মোকাবেলায় সকলকেই এগিয়ে আসতে হবে।
দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছেই। মহাসড়কে দ্রুতগতির যানবাহনের পাশাপাশি ধীরগতির যান চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত সার্ভিস লেন না থাকায় মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। যেসব মহাসড়কে সার্ভিস লেন আছে, সেগুলোও কিছুদূর পরপর মহাসড়কে মিশেছে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদসহ ৪০ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি মামলায় ৯ জনের বিরুদ্ধে ৫৪৮ কোটি টাকা পাচারের অভিযোগ করা হয়েছে। অন্যটিতে ৯টি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ১ হাজার ৭৭ কোটি ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগেসিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সারি নদীর বাওনহাওর নামের এলাকা থেকে লক্ষাধিক ঘনফুট বালু জব্দ করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়।
৩ ঘণ্টা আগেফরিদপুরের আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতার নেতৃত্বে হামলায় বসতঘর ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৩ ঘণ্টা আগে