Ajker Patrika

ফরিদপুরে করোনায় একইসাথে স্বামী-স্ত্রীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৯২ 

প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরে করোনায় একইসাথে স্বামী-স্ত্রীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৯২ 

ফরিপুরে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে এক সপ্তাহের ব্যবধানে পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৯২ জন। এদিকে ভাইরাসে একইসাথে স্বামী স্ত্রী দুইজনের মৃত্যু হয়েছে। নতুনভাবে আক্রান্ত হয়েছেন আরো ৩৪ জন।

নিহতরা হলেন, শহরের ঝিলটুলির নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট হোটেল ব্যবসায়ী খন্দকার মিজানুর রহমান হালিম (৭২) এবং তার স্ত্রী মেহেরুন নেছা (৬০)। 

এবিষয়ে নিহতের আত্নীয় বিএমএর ফরিদপুরের সভাপতি ডা. আ স ম জাহাঙ্গীর চেীধুরী টিটো বলেন, তারা দুইজনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে ভর্তি ছিলেন। এদের মধ্যে গত ১০ দিন আগে মেহেরুন নেছা এবং তার স্বামী খন্দকার হালিম ৬ দিন আগে করোনায় আক্রান্ত হন। 

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, মেহেরুন নেছা সোমবার সকালে এবং তার স্বামী রাতে মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, এই পর্যন্ত জেলায় করোনায় ১২৬ জনের প্রাণহানি হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৯ হাজারের মতো। কিন্তু বর্তমানে চিকিৎসা নিচ্ছে ১৯২ জন।   

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, করোনায় মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় আজ মঙ্গলবার বাদ আছর চৌরঙ্গী মসজিদে জানাযা শেষে দাফনের ব্যবস্থা করা হয়।  

তিনি আরও বলেন, হঠাৎ করে আবারো করোনার ভয়াবহতা বেড়ে চলেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি করোনা মোকাবেলায় সকলকেই এগিয়ে আসতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত