Ajker Patrika

আজ লাইলাতুল কদর, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত

আজ লাইলাতুল কদর, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত

ঢাকা: আজ ২৬ রমজান। আজকের রাতটি লাইলাতুল কদর বা কদরের রাত। রমজান মাসের তৃতীয় দশ দিনের যে কোন বেজোড় রাতকে কদরের রাত ধরা হয়। তবে কোরআন নাজিলের রাত হওয়ায় বেশিরভাগ আলেম ২৬ রমজান দিনগত রাতে লাইলাতুল কদর পালনে একমত। কোরআনে ‘আল কদর’ নামে একটি সুরাও রয়েছে।

কদরের রাতের অনেক ফজিলত রয়েছে। সুরা কদরে বলা হয়েছে, ‘লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর’। অর্থাৎ, কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম। মুসলমানরা বিশ্বাস করে, এই রাতে ইবাদত করলে হাজার মাস ইবাদাতের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে এবং ফজর পর্যন্ত শান্তি নাজিল হয়।

ধর্মপ্রান মুসলমানরা এ রাতে আল্লাহর কাছে অতীত অপরাধের ক্ষমা চান। নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া, জিকিরসহ নানা ইবাদাতের মধ্যদিয়ে কাটান। এ উপলক্ষ্যে ২৭ রমজান সরকারি ছুটি।

কদর উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। তাঁরা করোনা মহামারি থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে সবার প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত