রহস্য-রোমাঞ্চকাহিনি পছন্দ এমন পাঠকদের জন্য এবারের বই মেলায় বড় চমক নাহিদ দ্য ইনভেস্টিগেটর সিরিজ। ফরাসি ম্যামের ধাঁধা আর পাহাড়চূড়ার খুনি নামে এ সিরিজের দুটি বই প্রকাশ পেয়েছে মেলায়। তবে এগুলো সম্পর্কে জানার আগে বরং কেন্দ্রিয় চরিত্র নাহিদ জামি সম্পর্কে দু-চারটা আলাপ হয়ে যাক।
নাহিদ জামির পেশা সাংবাদিকতা, নেশা বন্যপ্রাণী দেখা। দুর্গম পাহাড় আর গভীর অরণ্য ওকে টানে। কখনো অফিসের অ্যাসাইনম্যান্টে, কখনো নিছক শখে বেরিয়ে পড়ে রোমাঞ্চকর অভিযানে। জড়িয়ে পড়ে রহস্যজালে।
একাকী অ্যাডভেঞ্চারই প্রিয়। কখনো ঘটনাচক্রে সঙ্গী হিসাবে পেয়ে যায় রোমাঞ্চপ্রেমী কোনো যুবককে। প্রায় প্রতিটি অভিযানেই কীভাবে যেন ওর সঙ্গে জড়িয়ে পড়ে দুঃসাহসী, স্মার্ট কোনো তরুণী।
ছোটবেলা থেকে গোয়েন্দা বইয়ের পোকা দীর্ঘদেহী, শ্যাম বর্ণ এই লম্বা চুলের তরুণ। রহস্য সমাধানে মূল অস্ত্র ধারালো মগজ আর সাংবাদিকের অনুসন্ধিৎসু মন। কেস সলভে নীরব হাতিয়ার গুগল, হোয়াটস অ্যাপ, জিপিএসসহ আধুনিক তথ্যপ্রযুক্তির চমক জাগানো অনুষঙ্গ।
প্রথম বই ফরাসি ম্যামের ধাঁধার পটভূমি নবাবগঞ্জের বান্দুরা। সেখানকার দুই শ বছরের পুরোনো এক দালানে রাতের বেলা অনাহূত আগন্তুকের উপস্থিতি। খোঁজ করতে গিয়ে আক্রান্ত হলো বাড়ির দুই ছেলে। কর্তা গালিব চৌধুরীর অনুরোধে তদন্তে নামল নাহিদ। কেঁচো খুঁড়তে বেরোল সাপ। আশিক চৌধুরীর মেম বউ অ্যারনের মৃত্যু কী কেবলই দুর্ঘটনা নাকি খুন!
ডাকটিকিটে জটিল সূত্রগুলো কে রেখে গিয়েছে? অ্যারন? নাটের গুরু কে? সমাধানে আদাজল খেয়ে লাগল নাহিদ। আর তাতেই একের পর এক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হলো।
মেলায় বের হওয়া সিরিজের দ্বিতীয় বই পাহাড়চূড়ার খুনি। সাজেকের পাহাড় রাজ্যে ঘটছে একের পর এক রহস্যময় মৃত্যু। সন্দেহ জন্মাল নাহিদের মনে। কোনো সিরিয়াল কিলার আস্তানা গাড়েনি তো জনপ্রিয় এ পর্যটনকেন্দ্রে? এদিকে সাজেকের পাহাড়ে-জঙ্গলে ঘুরে বেড়ানো এক আশ্চর্য প্রাণী জট বাড়াল রহস্যের।
মোদ্দা কথা বই দুটি জটিল রহস্যের জালে বন্দী করবে পাঠককে। মনে হবে নিজেই গোয়েন্দা বনে গেছেন।
লেখক ইশতিয়াক হাসান জানিয়েছেন, সিরিজটি শুধু বইমেলাকে ঘিরে বের করা হচ্ছে না। তাই মেলার পরও নাহিদের একটির পর একটি রহস্য-রোমাঞ্চকাহিনি পেতে থাকবেন পাঠকেরা। রুদ্ধশ্বাস সব কাহিনিগুলোয় নাহিদের সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন পাহাড়-জঙ্গল আর অসাধারণ সুন্দর সব জায়গায় ভ্রমণ হয়ে যাবে তাঁদের।
মূলত কিশোর ও তরুণ পাঠকদের কথা ভেবে বইগুলো লেখা হলেও সব বয়সী পাঠকের মনের খোরাক মেটাবার মতো উপকরণই আছে এগুলোয়।
নাহিদ দ্য ইনভেস্টিগেটর সিরিজের বই দুটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য (প্যাভিলিয়ন ২২)।ফরাসি ম্যামের ধাঁধার মুদ্রিত মূল্য ২২০ টাকা এবং পাহাড়চূড়ার খুনির ২৪০ টাকা।
রহস্য-রোমাঞ্চকাহিনি পছন্দ এমন পাঠকদের জন্য এবারের বই মেলায় বড় চমক নাহিদ দ্য ইনভেস্টিগেটর সিরিজ। ফরাসি ম্যামের ধাঁধা আর পাহাড়চূড়ার খুনি নামে এ সিরিজের দুটি বই প্রকাশ পেয়েছে মেলায়। তবে এগুলো সম্পর্কে জানার আগে বরং কেন্দ্রিয় চরিত্র নাহিদ জামি সম্পর্কে দু-চারটা আলাপ হয়ে যাক।
নাহিদ জামির পেশা সাংবাদিকতা, নেশা বন্যপ্রাণী দেখা। দুর্গম পাহাড় আর গভীর অরণ্য ওকে টানে। কখনো অফিসের অ্যাসাইনম্যান্টে, কখনো নিছক শখে বেরিয়ে পড়ে রোমাঞ্চকর অভিযানে। জড়িয়ে পড়ে রহস্যজালে।
একাকী অ্যাডভেঞ্চারই প্রিয়। কখনো ঘটনাচক্রে সঙ্গী হিসাবে পেয়ে যায় রোমাঞ্চপ্রেমী কোনো যুবককে। প্রায় প্রতিটি অভিযানেই কীভাবে যেন ওর সঙ্গে জড়িয়ে পড়ে দুঃসাহসী, স্মার্ট কোনো তরুণী।
ছোটবেলা থেকে গোয়েন্দা বইয়ের পোকা দীর্ঘদেহী, শ্যাম বর্ণ এই লম্বা চুলের তরুণ। রহস্য সমাধানে মূল অস্ত্র ধারালো মগজ আর সাংবাদিকের অনুসন্ধিৎসু মন। কেস সলভে নীরব হাতিয়ার গুগল, হোয়াটস অ্যাপ, জিপিএসসহ আধুনিক তথ্যপ্রযুক্তির চমক জাগানো অনুষঙ্গ।
প্রথম বই ফরাসি ম্যামের ধাঁধার পটভূমি নবাবগঞ্জের বান্দুরা। সেখানকার দুই শ বছরের পুরোনো এক দালানে রাতের বেলা অনাহূত আগন্তুকের উপস্থিতি। খোঁজ করতে গিয়ে আক্রান্ত হলো বাড়ির দুই ছেলে। কর্তা গালিব চৌধুরীর অনুরোধে তদন্তে নামল নাহিদ। কেঁচো খুঁড়তে বেরোল সাপ। আশিক চৌধুরীর মেম বউ অ্যারনের মৃত্যু কী কেবলই দুর্ঘটনা নাকি খুন!
ডাকটিকিটে জটিল সূত্রগুলো কে রেখে গিয়েছে? অ্যারন? নাটের গুরু কে? সমাধানে আদাজল খেয়ে লাগল নাহিদ। আর তাতেই একের পর এক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হলো।
মেলায় বের হওয়া সিরিজের দ্বিতীয় বই পাহাড়চূড়ার খুনি। সাজেকের পাহাড় রাজ্যে ঘটছে একের পর এক রহস্যময় মৃত্যু। সন্দেহ জন্মাল নাহিদের মনে। কোনো সিরিয়াল কিলার আস্তানা গাড়েনি তো জনপ্রিয় এ পর্যটনকেন্দ্রে? এদিকে সাজেকের পাহাড়ে-জঙ্গলে ঘুরে বেড়ানো এক আশ্চর্য প্রাণী জট বাড়াল রহস্যের।
মোদ্দা কথা বই দুটি জটিল রহস্যের জালে বন্দী করবে পাঠককে। মনে হবে নিজেই গোয়েন্দা বনে গেছেন।
লেখক ইশতিয়াক হাসান জানিয়েছেন, সিরিজটি শুধু বইমেলাকে ঘিরে বের করা হচ্ছে না। তাই মেলার পরও নাহিদের একটির পর একটি রহস্য-রোমাঞ্চকাহিনি পেতে থাকবেন পাঠকেরা। রুদ্ধশ্বাস সব কাহিনিগুলোয় নাহিদের সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন পাহাড়-জঙ্গল আর অসাধারণ সুন্দর সব জায়গায় ভ্রমণ হয়ে যাবে তাঁদের।
মূলত কিশোর ও তরুণ পাঠকদের কথা ভেবে বইগুলো লেখা হলেও সব বয়সী পাঠকের মনের খোরাক মেটাবার মতো উপকরণই আছে এগুলোয়।
নাহিদ দ্য ইনভেস্টিগেটর সিরিজের বই দুটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য (প্যাভিলিয়ন ২২)।ফরাসি ম্যামের ধাঁধার মুদ্রিত মূল্য ২২০ টাকা এবং পাহাড়চূড়ার খুনির ২৪০ টাকা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ‘সাম্যবাদী’ প্রকাশের শতবর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত হলো বিশেষ সংকলন গ্রন্থ ‘গাহি সাম্যের গান’। আজ শনিবার দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের মুস্তাফা মনোয়ার স্টুডিওতে হয়ে গেল গ্রন্থটির প্রকাশনা উৎসব।
৫ দিন আগেগতবছরের আন্দোলন দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রবাসীরা নানা জায়গা থেকে একাত্মতা প্রকাশ করেছিলেন, কেউ সরাসরি আন্দোলনে যোগ দিতে দেশে এসেছিলেন, কেউ বা বিদেশ থেকেই আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক সহায়তা দিয়ে আন্দোলনকে শক্তিশালী করেছিলেন। প্রবাসীদের এমন ভূমিকা
১৭ দিন আগেচোখ মেলে দেখি সাদা পরী আকাশি রঙের খাম হাতে দাঁড়িয়ে আছে। সামনে বিস্তীর্ণ জলরাশি। সমুদ্র পাড়ের বেঞ্চে শরীর এলিয়ে শুয়ে আছি। হাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর “সাঁতারু ও জলকন্যা”। সমুদ্রের ঢেউ এর আছড়ে পড়ার শব্দ আর ঝিরি ঝিরি বাতাসে খুব বেশিক্ষণ বইটার দিকে তাকিয়ে থাকতে পারিনি।
২৫ দিন আগেবাংলা সাহিত্যের শক্তিমান কবি মীর আবদুস শুকুর আল মাহমুদের স্মৃতিকে সম্মান জানাতে গুলশানে নির্মিত ‘কবি আল মাহমুদ পাঠাগার’ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ মঙ্গলবার বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ পার্কে আয়োজিত অনুষ্ঠানে পাঠাগারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
২৬ আগস্ট ২০২৫