তিন বছরের কারাদণ্ড ভোগ করার জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হয়েছে। কারাদণ্ড ছাড়াও এক লাখ রুপি জরিমানা ও পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছে ইমরানকে।
কয়েক মাস ধরে পাকিস্তানের রাজনীতিতে একের পর এক নাটকীতার সর্বশেষ ঘটনাটি হলো ইমরান খানের কারাবরণ। দেখা গেছে, সাম্প্রতিক সব নাটকীয় ঘটনার কেন্দ্রে ছিলেন তিনি। অন্যান্য রাজনৈতিক দল থেকে শুরু করে পাকিস্তানের সেনাবাহিনীও তাঁকে রাজনীতির মঞ্চ থেকে সরাতে মরিয়া হয়ে উঠেছিল। এর কারণ দেশটির তরুণ ভোটারদের মধ্যে ইমরান খানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা।
প্রশ্ন হলো, ইমরানের কারাবরণের মধ্য দিয়েই কি পাকিস্তানের রাজনৈতিক নাটকীয়তার আপাত সমাপ্তি ঘটেছে। তাঁর রাজনীতিও কি শেষ হয়ে গেছে? তিনি কি পারবেন রাজনীতির মঞ্চে আবার স্বমহিমায় আবির্ভূত হতে?
পাকিস্তানের রাজনীতি বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, কারাদণ্ডের পরও দেশটির রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে থাকবেন ইমরান খান। ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব ছাড়াও বিপুল জনপ্রিয়তার জন্যই এমনটি সম্ভব হবে।
পাকিস্তানের রাজনীতিতে যাঁরা ইমরান খান পর্বের শেষ দেখছেন না, তাঁদের মধ্যে দেশটির রাজনীতি বিশ্লেষক ইমতিয়াজ গুল অন্যতম।
ইসলামাবাদভিত্তিক থিংক ট্যাংক ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’-এর প্রধান ইমতিয়াজ গুল মনে করেন, আপিলের মাধ্যমে ইমরান খানের কারাদণ্ডের রায় ঘুরিয়ে দিতে পারে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
ইমতিয়াজ গুল মনে করেন, ইমরানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা গুরুতর নয়। মূলত কৌশলগত ভুলের কারণেই তাঁকে কারাগারে যেতে হয়েছে।
এদিকে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। এ অবস্থায় সামনের দিনগুলোতে নাটকীয় আরেকটি ঘটনার অবতারণা হওয়া অস্বাভাবিক কিছু নয়।
আরেকটি বিষয় হলো পাকিস্তানের বর্তমান তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব এক বিবৃতিতে দাবি করেছেন, ইমরান খানের কারাদণ্ডের পর তাঁর জনপ্রিয়তা কমতে শুরু করেছে।
বিবৃতিতে মারিয়াম বলেছেন, ‘তিনি (ইমরান) কিছু নির্বোধ, ভোলা সমর্থককে প্রতারিত করতে পারেন। কিন্তু সাধারণ মানুষ এখন তাঁর আসল চরিত্রটিকে চিনতে পেরেছে।’
তবে দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন জরিপে দেখা গেছে, কারাগারে যাওয়ার আগ পর্যন্ত ইমরান খানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এ ছাড়া কারাবরণের বিষয়টি ইমরানের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিতে পারে। রাজনীতিতে ইমরান খান নিষিদ্ধ হলেও তাঁর দল পিটিআই নিষিদ্ধ হয়নি। ফলে ইমরান খানের জনপ্রিয়তা তাঁর অনুপস্থিতি সত্ত্বেও সামনের দিনগুলোতে দলের সাফল্যে বড় ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে পাকিস্তানের রাজনীতি বিশ্লেষক আজিম চৌধুরী বলেছেন, ‘মনে হচ্ছে পরবর্তী নির্বাচনে সক্রিয় ভূমিকায় থাকবেন না ইমরান খান। কিন্তু জেলে থেকেও দলের প্রার্থীদের প্রচারণায় তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন।’
তিন বছরের কারাদণ্ড ভোগ করার জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে রাখা হয়েছে। কারাদণ্ড ছাড়াও এক লাখ রুপি জরিমানা ও পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছে ইমরানকে।
কয়েক মাস ধরে পাকিস্তানের রাজনীতিতে একের পর এক নাটকীতার সর্বশেষ ঘটনাটি হলো ইমরান খানের কারাবরণ। দেখা গেছে, সাম্প্রতিক সব নাটকীয় ঘটনার কেন্দ্রে ছিলেন তিনি। অন্যান্য রাজনৈতিক দল থেকে শুরু করে পাকিস্তানের সেনাবাহিনীও তাঁকে রাজনীতির মঞ্চ থেকে সরাতে মরিয়া হয়ে উঠেছিল। এর কারণ দেশটির তরুণ ভোটারদের মধ্যে ইমরান খানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা।
প্রশ্ন হলো, ইমরানের কারাবরণের মধ্য দিয়েই কি পাকিস্তানের রাজনৈতিক নাটকীয়তার আপাত সমাপ্তি ঘটেছে। তাঁর রাজনীতিও কি শেষ হয়ে গেছে? তিনি কি পারবেন রাজনীতির মঞ্চে আবার স্বমহিমায় আবির্ভূত হতে?
পাকিস্তানের রাজনীতি বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, কারাদণ্ডের পরও দেশটির রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে থাকবেন ইমরান খান। ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব ছাড়াও বিপুল জনপ্রিয়তার জন্যই এমনটি সম্ভব হবে।
পাকিস্তানের রাজনীতিতে যাঁরা ইমরান খান পর্বের শেষ দেখছেন না, তাঁদের মধ্যে দেশটির রাজনীতি বিশ্লেষক ইমতিয়াজ গুল অন্যতম।
ইসলামাবাদভিত্তিক থিংক ট্যাংক ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’-এর প্রধান ইমতিয়াজ গুল মনে করেন, আপিলের মাধ্যমে ইমরান খানের কারাদণ্ডের রায় ঘুরিয়ে দিতে পারে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
ইমতিয়াজ গুল মনে করেন, ইমরানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা গুরুতর নয়। মূলত কৌশলগত ভুলের কারণেই তাঁকে কারাগারে যেতে হয়েছে।
এদিকে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। এ অবস্থায় সামনের দিনগুলোতে নাটকীয় আরেকটি ঘটনার অবতারণা হওয়া অস্বাভাবিক কিছু নয়।
আরেকটি বিষয় হলো পাকিস্তানের বর্তমান তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব এক বিবৃতিতে দাবি করেছেন, ইমরান খানের কারাদণ্ডের পর তাঁর জনপ্রিয়তা কমতে শুরু করেছে।
বিবৃতিতে মারিয়াম বলেছেন, ‘তিনি (ইমরান) কিছু নির্বোধ, ভোলা সমর্থককে প্রতারিত করতে পারেন। কিন্তু সাধারণ মানুষ এখন তাঁর আসল চরিত্রটিকে চিনতে পেরেছে।’
তবে দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন জরিপে দেখা গেছে, কারাগারে যাওয়ার আগ পর্যন্ত ইমরান খানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এ ছাড়া কারাবরণের বিষয়টি ইমরানের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিতে পারে। রাজনীতিতে ইমরান খান নিষিদ্ধ হলেও তাঁর দল পিটিআই নিষিদ্ধ হয়নি। ফলে ইমরান খানের জনপ্রিয়তা তাঁর অনুপস্থিতি সত্ত্বেও সামনের দিনগুলোতে দলের সাফল্যে বড় ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে পাকিস্তানের রাজনীতি বিশ্লেষক আজিম চৌধুরী বলেছেন, ‘মনে হচ্ছে পরবর্তী নির্বাচনে সক্রিয় ভূমিকায় থাকবেন না ইমরান খান। কিন্তু জেলে থেকেও দলের প্রার্থীদের প্রচারণায় তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত ও প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। যুক্তরাষ্ট্রের রাশিয়াসংলগ্ন অঙ্গরাজ্য আলাস্কায় অবস্থিত যৌথ ঘাঁটি এলমেনডর্ফ-রিচার্ডসনে মুখোমুখি বসবেন ট্রাম্প-পুতিন। বৈঠকের প্রধান আলোচ্য বিষয়
১৭ ঘণ্টা আগেনিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, তিনি ইতিমধ্যে নির্বাহী আদেশে সই করেছেন এবং নতুন কোনো শর্ত আরোপ করা হচ্ছে না। একই সময়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও মার্কিন পণ্যে তাদের শুল্ক স্থগিতাদেশ একই মেয়াদে বাড়ানোর ঘোষণা দিয়েছে। তাদের পূর্বের চুক্তি শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে।
২ দিন আগেবিশ্বজুড়েই ছাত্র ইউনিয়নগুলো জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে সরকারের ওপর চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে কাজ করে। ইতিহাস বলে, এই ছাত্ররাই সরকারকে দায়বদ্ধ করে তোলে এবং তরুণদের অধিকার রক্ষা করে। বাংলাদেশে অনেক ছাত্র নেতা পরবর্তীকালে মূলধারার রাজনীতিতে প্রবেশ...
৪ দিন আগেশেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উদ্যাপন ও বাংলাদেশের এক নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির আশায় হাজারো মানুষ গত সপ্তাহে ঢাকায় জড়ো হয়েছিলেন। বর্ষাস্নাত দিনটিতে বিভিন্ন রাজনৈতিক দলে নেতা, অধিকারকর্মীদের উপস্থিতিতে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এক ‘নয়া বাংলাদেশের’ ঘোষণাপত্র উন্মোচন করেছেন।
৫ দিন আগে