Ajker Patrika

যার জন্য সব হারালেন ইমরান—সেই চীন-রাশিয়া এখন গেল কই? 

পরাগ মাঝি
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০০: ২৮
যার জন্য সব হারালেন ইমরান—সেই চীন-রাশিয়া এখন গেল কই? 

তিন বছরের কারাদণ্ড আর পাঁচ বছরের রাজনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে পাঞ্জাবের অ্যাটক কারাগারে দিন গুনছেন ইমরান খান। দেড় বছর আগে তিনি যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তখন কেউ কি ঘুণাক্ষরেও ভেবেছিল তাঁর এমন পরিণতি হবে? সে সময় শুধু দেশের ভেতরেই নয়, ভূরাজনীতির বৈশ্বিক মঞ্চেও দাবার চালে ব্যস্ত ছিলেন তিনি। অথচ আজ এমন পরিণতি! 

খবর ফাঁস হয়েছে, গত বছরের এপ্রিলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্র। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে সে সময় ক্ষমতাচ্যুত হয়েছিলেন তিনি। 

জানা গেছে, ইমরান খান ক্ষমতা হারানোর মাসখানেক আগেই তাঁকে সরিয়ে দেওয়ার বিষয়ে ওয়াশিংটনে নিযুক্ত তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদের সঙ্গে আলোচনা করেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইন্টারসেপ্টের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সফর করেছিলেন ইমরান খান। এর দুই সপ্তাহ পরই মাজিদ ও ডোনাল্ড লুর মধ্যে সেই কথোপকথনটি হয়। 

ইমরান যেদিন রাশিয়া সফর করেন সেই দিনই ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। পাকিস্তানের সঙ্গে সামরিক ও কূটনৈতিক মিত্রতা সত্ত্বেও ইউক্রেনে হামলার বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী, যা প্রকারান্তরে রাশিয়াকে সমর্থনেরই শামিল। 

বিষয়টিকে সহজভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। মাজিদ আর লুর মধ্যে হওয়া সেই কথোপকথনেও এটি স্পষ্ট। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে পাকিস্তানের নিরপেক্ষ অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের উদ্বেগের কথা জানিয়েছিলেন লু। 

সেই কথোপকথনের এক মাস পরই পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। 

শুধু যে রাশিয়ার সঙ্গেই যোগসূত্র তা নয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী চীনের দিকেও ঝুঁকে পড়েছিলেন ইমরান খান। ২০২১ সালের অক্টোবরে চীন সফর করেছিলেন তিনি। চীনা প্রেসিডেন্ট শি চিন পিন-এর সঙ্গে হাত মিলিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও মজবুত করার বার্তা দিয়েছিলেন। 

বলা যায়, মার্কিন ও পশ্চিমা বলয় থেকে বেরিয়ে চীন-রাশিয়ার দিকে চলে যাওয়াই ইমরান খানের কাল হয়েছে। পরিণতিও ভয়ংকর। 

কিন্তু যার জন্য এমন পরিণতি—সেই চীন-রাশিয়া ইমরান খানের কারাদণ্ড কিংবা ক্ষমতা হারানোর বিষয়ে তাঁর পাশে দাঁড়িয়েছে, এমন খবর কি কারও জানা আছে?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত