হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত বিলিয়নিয়ার জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোস ঢাকায় নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে সমস্ত আর্থিক সহায়তা স্থগিত করেছেন। এর ফলে বাংলাদেশেও মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেছে।
ওপেন সোসাইটি ফাউন্ডেশনসের (ওএসএফ) চেয়ারম্যান অ্যালেক্স সরোসের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া তিনি মত দেন, গত আগস্টে শেখ হাসিনা সরকারকে হটাতে ছাত্র আন্দোলন একটি নতুন পথ তৈরির জন্য বড় সুযোগ সৃষ্টি করেছে।
বৈঠকে বাংলাদেশের অর্থনীতি, সাইবার নিরাপত্তা, রোহিঙ্গা সংকট এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও আলোচনা হয়েছে। অ্যালেক্স সরোস বাংলাদেশের সংকটময় সময়ে নেতৃত্ব নেওয়ার জন্য মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন এবং তাঁর গৃহীত সংস্কারগুলোর প্রতি সমর্থন জানান।
মুহাম্মদ ইউনূসও ওএসএফ-এর সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছিল।
মানি কন্ট্রোলের প্রতিবেদন অনুসারে, মুহাম্মদ ইউনূস ওএসএফ-এর কাছে অনুরোধ করেছেন, যেন তারা বাংলাদেশের অর্থনীতিকে পুনর্গঠনে সাহায্য করে এবং শেখ হাসিনার শাসনামলে অবৈধভাবে দেশ থেকে পাচার হওয়া প্রায় ২৩৪ বিলিয়ন ডলার উদ্ধার করতে সহায়তা করে।
গত আগস্টে শেখ হাসিনার পতনের পর সরোস ও ইউনূসের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। এর আগে, ২০২৪ সালের ২ অক্টোবর নিউইয়র্কে তাঁরা সাক্ষাৎ করেছিলেন। অ্যালেক্স সরোস সে সময় ইনস্টাগ্রামে মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আমার বাবার পুরোনো বন্ধু ও নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে আনন্দিত। তিনি বাংলাদেশকে ন্যায়সংগত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
সরোস ও মুহাম্মদ ইউনূসের এই বৈঠক নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করে ভারতীয় একাধিক গণমাধ্যম। বৃহস্পতিবার এ ধরনের উদ্বেগের জন্য দুটি কারণের কথা উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।
প্রথম কারণটি হলো, অ্যালেক্স সরোসের রাজনৈতিক অবস্থান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচক এবং ওএসএফকে স্বাধীন কাশ্মীরের সমর্থক বলে অভিযোগ করা হয়।
দ্বিতীয় কারণটি হলো, বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি। কারণ ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে কিছু অসম চুক্তি বাতিল পরিকল্পনার ঘোষণা দিয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
অতীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অ্যালেক্সের বাবা জর্জ সরোসকে বয়স্ক, ধনী এবং বিপজ্জনক বলে উল্লেখ করেছিলেন। দেশটির ক্ষমতাসীন বিজেপির অভিযোগ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সরোস-সমর্থিত সংস্থাগুলোর যোগসাজশ রয়েছে।
ফার্স্টপোস্টের প্রতিবেদন অনুযায়ী, এই ইস্যুতে ভারতের জন্য মূল উদ্বেগের কারণগুলো হলো—ওএসএফ বাংলাদেশের নতুন সরকারের নীতিনির্ধারণে প্রভাব বিস্তার করতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সম্পর্কের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হতে পারে। ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর পশ্চিমা শক্তিগুলোর প্রভাব বাড়তে পারে।
হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত বিলিয়নিয়ার জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোস ঢাকায় নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে সমস্ত আর্থিক সহায়তা স্থগিত করেছেন। এর ফলে বাংলাদেশেও মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেছে।
ওপেন সোসাইটি ফাউন্ডেশনসের (ওএসএফ) চেয়ারম্যান অ্যালেক্স সরোসের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া তিনি মত দেন, গত আগস্টে শেখ হাসিনা সরকারকে হটাতে ছাত্র আন্দোলন একটি নতুন পথ তৈরির জন্য বড় সুযোগ সৃষ্টি করেছে।
বৈঠকে বাংলাদেশের অর্থনীতি, সাইবার নিরাপত্তা, রোহিঙ্গা সংকট এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও আলোচনা হয়েছে। অ্যালেক্স সরোস বাংলাদেশের সংকটময় সময়ে নেতৃত্ব নেওয়ার জন্য মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন এবং তাঁর গৃহীত সংস্কারগুলোর প্রতি সমর্থন জানান।
মুহাম্মদ ইউনূসও ওএসএফ-এর সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছিল।
মানি কন্ট্রোলের প্রতিবেদন অনুসারে, মুহাম্মদ ইউনূস ওএসএফ-এর কাছে অনুরোধ করেছেন, যেন তারা বাংলাদেশের অর্থনীতিকে পুনর্গঠনে সাহায্য করে এবং শেখ হাসিনার শাসনামলে অবৈধভাবে দেশ থেকে পাচার হওয়া প্রায় ২৩৪ বিলিয়ন ডলার উদ্ধার করতে সহায়তা করে।
গত আগস্টে শেখ হাসিনার পতনের পর সরোস ও ইউনূসের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। এর আগে, ২০২৪ সালের ২ অক্টোবর নিউইয়র্কে তাঁরা সাক্ষাৎ করেছিলেন। অ্যালেক্স সরোস সে সময় ইনস্টাগ্রামে মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আমার বাবার পুরোনো বন্ধু ও নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে আনন্দিত। তিনি বাংলাদেশকে ন্যায়সংগত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
সরোস ও মুহাম্মদ ইউনূসের এই বৈঠক নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করে ভারতীয় একাধিক গণমাধ্যম। বৃহস্পতিবার এ ধরনের উদ্বেগের জন্য দুটি কারণের কথা উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।
প্রথম কারণটি হলো, অ্যালেক্স সরোসের রাজনৈতিক অবস্থান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচক এবং ওএসএফকে স্বাধীন কাশ্মীরের সমর্থক বলে অভিযোগ করা হয়।
দ্বিতীয় কারণটি হলো, বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি। কারণ ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে কিছু অসম চুক্তি বাতিল পরিকল্পনার ঘোষণা দিয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
অতীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অ্যালেক্সের বাবা জর্জ সরোসকে বয়স্ক, ধনী এবং বিপজ্জনক বলে উল্লেখ করেছিলেন। দেশটির ক্ষমতাসীন বিজেপির অভিযোগ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সরোস-সমর্থিত সংস্থাগুলোর যোগসাজশ রয়েছে।
ফার্স্টপোস্টের প্রতিবেদন অনুযায়ী, এই ইস্যুতে ভারতের জন্য মূল উদ্বেগের কারণগুলো হলো—ওএসএফ বাংলাদেশের নতুন সরকারের নীতিনির্ধারণে প্রভাব বিস্তার করতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সম্পর্কের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হতে পারে। ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর পশ্চিমা শক্তিগুলোর প্রভাব বাড়তে পারে।
নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, তিনি ইতিমধ্যে নির্বাহী আদেশে সই করেছেন এবং নতুন কোনো শর্ত আরোপ করা হচ্ছে না। একই সময়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও মার্কিন পণ্যে তাদের শুল্ক স্থগিতাদেশ একই মেয়াদে বাড়ানোর ঘোষণা দিয়েছে। তাদের পূর্বের চুক্তি শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে।
১১ ঘণ্টা আগেবিশ্বজুড়েই ছাত্র ইউনিয়নগুলো জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে সরকারের ওপর চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে কাজ করে। ইতিহাস বলে, এই ছাত্ররাই সরকারকে দায়বদ্ধ করে তোলে এবং তরুণদের অধিকার রক্ষা করে। বাংলাদেশে অনেক ছাত্র নেতা পরবর্তীকালে মূলধারার রাজনীতিতে প্রবেশ...
২ দিন আগেশেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উদ্যাপন ও বাংলাদেশের এক নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির আশায় হাজারো মানুষ গত সপ্তাহে ঢাকায় জড়ো হয়েছিলেন। বর্ষাস্নাত দিনটিতে বিভিন্ন রাজনৈতিক দলে নেতা, অধিকারকর্মীদের উপস্থিতিতে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এক ‘নয়া বাংলাদেশের’ ঘোষণাপত্র উন্মোচন করেছেন।
৩ দিন আগেমিয়ানমারে জান্তা বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। সেই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে গত ২৪ জুলাই মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট কিছু ব্যক্তি ও কোম্পানির ওপর...
৩ দিন আগে