বিবিসি
ইরান যেন আবার ফিরে গেল আশির দশকে—যখন ইরাকের সঙ্গে আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধে তার ভূখণ্ডে প্রতিনিয়ত বোমা ও ক্ষেপণাস্ত্র পড়ত। তবে চলমান সময়ে এত বছর পর দেশটি নিজ ভূমিতে আবার এমন এক সামরিক আক্রমণের মুখোমুখি হয়েছে, যার তুলনা কেবল ইরান-ইরাক যুদ্ধেই টানা যায়।
দোহা আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বোর্ডে চোখ রাখলে স্পষ্ট বোঝা যায় পরিস্থিতির গুরুত্ব। কেবল ইরানের দিকেই নয়, এর প্রতিবেশী ইরাকেরও একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। ইরান সরকার ইতিমধ্যে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। তবে কেবল ইরান নয়, নিরাপত্তা উদ্বেগে ইরাকও হয়ে উঠেছে বাণিজ্যিক ফ্লাইটগুলোর জন্য ঝুঁকিপূর্ণ।
মধ্যপ্রাচ্যে ইরানপন্থী যেসব আধা সামরিক গোষ্ঠী সক্রিয়, বিশেষ করে ইরাকভিত্তিক গোষ্ঠীগুলো, তারা বারবার হুঁশিয়ারি দিয়েছে—ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে হামলা হলে তাতে শুধু ইরান নয়, আমেরিকার আঞ্চলিক স্বার্থ ও ঘাঁটিগুলোকেও বৈধ টার্গেট বলে বিবেচনা করা হবে।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির এক উপদেষ্টার সঙ্গে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দোহা থেকে আলাপকালে তিনি বলেন, ‘বাগদাদ সরকার ইরানপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা চালাচ্ছে—তাদের যেন প্রতিশোধমূলক হামলা থেকে নিবৃত্ত করা যায়। ইরান আক্রান্ত হলেও ইরাক যেন কোনো নতুন সংঘাতে জড়িয়ে না পড়ে, এটাই বাগদাদের চেষ্টা।
আরেকজন পররাষ্ট্রনীতি-সংক্রান্ত উপদেষ্টা আমাকে আগেই সতর্ক করেছিলেন, ইরানে কিছু ঘটলে তা হবে একেবারে ভিন্নমাত্রার, যেটা আগে কখনো দেখা যায়নি।’
তিনি ভুল বলেননি। ইরান ও ইসরায়েলের মধ্যে অতীতে সীমিত পাল্টাপাল্টি হামলা হয়েছে ঠিকই, কিন্তু ইরানের মূল ভূখণ্ডে এই মাত্রার কোনো হামলা গত কয়েক দশকে হয়নি। এই হামলার ব্যাপ্তি, ঘনত্ব ও স্পষ্ট বার্তাটি যে কেবল সামরিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও একটা গভীর সংকেত ছুড়ে দিয়েছে।
এই হামলার সময়কালটিও তাৎপর্যপূর্ণ। মাত্র দুই দিন পর ওমানের মাসকটে শুরু হওয়ার কথা ছিল ইরান-যুক্তরাষ্ট্রের ষষ্ঠ দফার পরোক্ষ আলোচনা। ওই আলোচনা কৌশলগত সম্পর্ক, পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবন ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনের একটি সম্ভাব্য সুযোগ ছিল। তবে এখন সে সম্ভাবনা অনিশ্চয়তার কুয়াশায় ঢেকে গেছে।
পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না—আলোচনা হবে কি না, আঞ্চলিক উত্তেজনা কোন দিকে যাবে, কিংবা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো আসলেই হামলার শিকার হবে কি না।
তবে একটি বিষয় পরিষ্কার, এই হামলার পর মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। তেহরানের ভেতরে এই আক্রমণ কেবল ইসরায়েল-ইরান উত্তেজনার নতুন অধ্যায়ই নয়, পুরো অঞ্চলের নিরাপত্তাকাঠামোয় ভূমিকম্প ডেকে আনতে পারে।
ইরান-ইরাক যুদ্ধের পর এই প্রথম ইরান এমন এক মুহূর্তের মুখোমুখি, যেখানে আকাশসীমা বন্ধ, সীমান্তে সেনা, আঞ্চলিক জোটের হুমকি আর কূটনৈতিক অচলাবস্থা একসঙ্গে এসে জটিল এক পরিস্থিতির জন্ম দিয়েছে।
পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নির্ধারণ করবে শুধু তেহরান বা তেল আবিব নয়, বাগদাদ, ওয়াশিংটন ও রিয়াদের অবস্থানও। আর সেই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে একটি বিস্ফোরক অঞ্চলের ভবিষ্যৎ।
ইরান যেন আবার ফিরে গেল আশির দশকে—যখন ইরাকের সঙ্গে আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধে তার ভূখণ্ডে প্রতিনিয়ত বোমা ও ক্ষেপণাস্ত্র পড়ত। তবে চলমান সময়ে এত বছর পর দেশটি নিজ ভূমিতে আবার এমন এক সামরিক আক্রমণের মুখোমুখি হয়েছে, যার তুলনা কেবল ইরান-ইরাক যুদ্ধেই টানা যায়।
দোহা আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বোর্ডে চোখ রাখলে স্পষ্ট বোঝা যায় পরিস্থিতির গুরুত্ব। কেবল ইরানের দিকেই নয়, এর প্রতিবেশী ইরাকেরও একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। ইরান সরকার ইতিমধ্যে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। তবে কেবল ইরান নয়, নিরাপত্তা উদ্বেগে ইরাকও হয়ে উঠেছে বাণিজ্যিক ফ্লাইটগুলোর জন্য ঝুঁকিপূর্ণ।
মধ্যপ্রাচ্যে ইরানপন্থী যেসব আধা সামরিক গোষ্ঠী সক্রিয়, বিশেষ করে ইরাকভিত্তিক গোষ্ঠীগুলো, তারা বারবার হুঁশিয়ারি দিয়েছে—ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে হামলা হলে তাতে শুধু ইরান নয়, আমেরিকার আঞ্চলিক স্বার্থ ও ঘাঁটিগুলোকেও বৈধ টার্গেট বলে বিবেচনা করা হবে।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির এক উপদেষ্টার সঙ্গে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দোহা থেকে আলাপকালে তিনি বলেন, ‘বাগদাদ সরকার ইরানপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা চালাচ্ছে—তাদের যেন প্রতিশোধমূলক হামলা থেকে নিবৃত্ত করা যায়। ইরান আক্রান্ত হলেও ইরাক যেন কোনো নতুন সংঘাতে জড়িয়ে না পড়ে, এটাই বাগদাদের চেষ্টা।
আরেকজন পররাষ্ট্রনীতি-সংক্রান্ত উপদেষ্টা আমাকে আগেই সতর্ক করেছিলেন, ইরানে কিছু ঘটলে তা হবে একেবারে ভিন্নমাত্রার, যেটা আগে কখনো দেখা যায়নি।’
তিনি ভুল বলেননি। ইরান ও ইসরায়েলের মধ্যে অতীতে সীমিত পাল্টাপাল্টি হামলা হয়েছে ঠিকই, কিন্তু ইরানের মূল ভূখণ্ডে এই মাত্রার কোনো হামলা গত কয়েক দশকে হয়নি। এই হামলার ব্যাপ্তি, ঘনত্ব ও স্পষ্ট বার্তাটি যে কেবল সামরিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও একটা গভীর সংকেত ছুড়ে দিয়েছে।
এই হামলার সময়কালটিও তাৎপর্যপূর্ণ। মাত্র দুই দিন পর ওমানের মাসকটে শুরু হওয়ার কথা ছিল ইরান-যুক্তরাষ্ট্রের ষষ্ঠ দফার পরোক্ষ আলোচনা। ওই আলোচনা কৌশলগত সম্পর্ক, পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবন ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনের একটি সম্ভাব্য সুযোগ ছিল। তবে এখন সে সম্ভাবনা অনিশ্চয়তার কুয়াশায় ঢেকে গেছে।
পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না—আলোচনা হবে কি না, আঞ্চলিক উত্তেজনা কোন দিকে যাবে, কিংবা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো আসলেই হামলার শিকার হবে কি না।
তবে একটি বিষয় পরিষ্কার, এই হামলার পর মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। তেহরানের ভেতরে এই আক্রমণ কেবল ইসরায়েল-ইরান উত্তেজনার নতুন অধ্যায়ই নয়, পুরো অঞ্চলের নিরাপত্তাকাঠামোয় ভূমিকম্প ডেকে আনতে পারে।
ইরান-ইরাক যুদ্ধের পর এই প্রথম ইরান এমন এক মুহূর্তের মুখোমুখি, যেখানে আকাশসীমা বন্ধ, সীমান্তে সেনা, আঞ্চলিক জোটের হুমকি আর কূটনৈতিক অচলাবস্থা একসঙ্গে এসে জটিল এক পরিস্থিতির জন্ম দিয়েছে।
পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নির্ধারণ করবে শুধু তেহরান বা তেল আবিব নয়, বাগদাদ, ওয়াশিংটন ও রিয়াদের অবস্থানও। আর সেই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে একটি বিস্ফোরক অঞ্চলের ভবিষ্যৎ।
বিশ্বজুড়েই ছাত্র ইউনিয়নগুলো জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে সরকারের ওপর চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে কাজ করে। ইতিহাস বলে, এই ছাত্ররাই সরকারকে দায়বদ্ধ করে তোলে এবং তরুণদের অধিকার রক্ষা করে। বাংলাদেশে অনেক ছাত্র নেতা পরবর্তীকালে মূলধারার রাজনীতিতে প্রবেশ...
১ দিন আগেশেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উদ্যাপন ও বাংলাদেশের এক নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির আশায় হাজারো মানুষ গত সপ্তাহে ঢাকায় জড়ো হয়েছিলেন। বর্ষাস্নাত দিনটিতে বিভিন্ন রাজনৈতিক দলে নেতা, অধিকারকর্মীদের উপস্থিতিতে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এক ‘নয়া বাংলাদেশের’ ঘোষণাপত্র উন্মোচন করেছেন।
২ দিন আগেমিয়ানমারে জান্তা বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। সেই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে গত ২৪ জুলাই মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট কিছু ব্যক্তি ও কোম্পানির ওপর...
৩ দিন আগে১৫৮ বছর আগে মাত্র ৭২ লাখ মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দিয়েছিল রাশিয়া। আর ইউক্রেন যুদ্ধের সমাধানসূত্র খুঁজতে সেখানেই বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন। মার্কিন মুল্লুকের এত সব জৌলুস এলাকা বাদ দিয়ে কেন এই হিমশীতল অঙ্গরাজ্য আলাস্কাকে বেছে নেওয়া হলো? এর পেছনে রহস্য কী?
৩ দিন আগে