গত ২৪ ফেব্রুয়ারি শুরু করা ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আগ্রাসন ইতিমধ্যে পাঁচ মাস পার করে ফেলেছে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে পরবর্তী করণীয় কী হবে, তা এখনই ঠিক করা ছাড়া আর উপায় নেই রুশ প্রেসিডেন্টের।
ইউক্রেন যুদ্ধের সবচেয়ে কৌশলগত শহর লিসিচানস্ক গত রোববার নিজেদের কবজায় নিয়েছে রুশ বাহিনী। এরপর অন্তত পাঁচটি বিষয় পুতিনের সামনে এসেছে, যেগুলো সম্পর্কে এখনই করণীয় ঠিক করা উচিত বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকেরা।
কেন্দ্রের দিকে অগ্রসর হওয়া
ইউক্রেনে আক্রমণ শুরু করার আগে থেকেই ইউক্রেনের দনবাস অঞ্চলের পুরোটাই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে ছিল এবং এখনো আছে। এর মধ্যে গত সপ্তাহে পুতিনের বাহিনী দুটি শহর লিসিচানস্ক ও সেভেরোদোনেৎস্ক দখল করে ফেলেছে। এখন কি এর আশপাশের অঞ্চলগুলোও দখলের দিকে মনোযোগ দেবে রুশ বাহিনী?
হ্যাঁ, সম্ভবত সেটাই করবে বলে মনে করেন প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ের গবেষক পিয়েরে গ্রাসার। তিনি বলেছেন, ‘স্লোভিয়ানস্ক ও ক্রামতোর্স্কসহ এর আশপাশের অঞ্চলগুলো দখল করা রুশ বাহিনীর কাছে এখন সময়ের ব্যাপার মাত্র।’
তবে ইউক্রেনের ওপর আরও বেশি আক্রমণ করার ব্যাপারে রাশিয়ার কিছু সীমাবদ্ধতা আছে। তারা চাইলেও ইউক্রেনের কেন্দ্রের দিকে খুব বেশি অগ্রসর হতে পারবে না। কারণ হিসেবে ফরাসি গবেষণা প্রতিষ্ঠান মেডিটারানিয়ান ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (এফএমইএস) একাডেমিক পরিচালক পিয়েরে রেজোক্স বলেছেন, রুশদের আগ্রাসন তাদের নিজেদের সীমানার কাছাকাছি, অস্ত্রাগারের কাছাকাছি ও বিমানঘাঁটির কাছাকাছি জায়গায় ফলপ্রসূ হয়েছে বটে, তবে তারা যতই ইউক্রেনের ভেতরের দিকে অগ্রসর হবে, যুদ্ধজয় ততই কঠিন হবে।
কে নেবে কৃষ্ণসাগরের নিয়ন্ত্রণ
ইউক্রেন যুদ্ধের শুরুর দিকেই দক্ষিণের শহর খেরসন দখলে নিয়েছে পুতিনের বাহিনী। কিন্তু কৃষ্ণসাগরের উপকূল এখনো নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি। এ অঞ্চলে কী করবে রুশ বাহিনী, তা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে আছে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর সাবেক জেনারেল মিক রায়ান বলেছেন, ‘দক্ষিণাঞ্চলে ইউক্রেন বাহিনীর পাল্টা আক্রমণ রুশ বাহিনীকে কিংকর্তব্যবিমূঢ় করে ফেলেছে। রুশরা কী সেখানে টিকে থাকতে পারবে? টিকে থাকার জন্য তারা কী সক্ষমতা আরও বাড়াবে? এ অঞ্চলটি যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট। কারণ, কৃষ্ণসাগরের বন্দরগুলো ইউক্রেন ও রাশিয়া—উভয়ের নিয়ন্ত্রণে রাখতে চায়।’
খারকিভ এখনো কিয়েভের দখলে
ইউক্রেনের অন্যতম বড় এক শহর খারকিভ। এটি রাশিয়ার উত্তর-পূর্ব সীমান্তের কাছে অবস্থিত। শহরটি এখনো কিয়েভের দখলে আছে। রুশ বাহিনী মরিয়া হয়ে চেষ্টা করছে এ শহর দখল নেওয়ার। পিয়েরে রেজোক্স বলেছেন, খারকিভ যদি রুশরা দখলে নিতে পারে, তাহলে তারা ধীরে ধীরে খেরসনের দিকে আক্রমণ কমাতে পারে। এটা নির্ভর করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তাঁর সেনা কমান্ডারদের ওপর। তারা যদি আরও বেশি সেনা মোতায়েন করে খারকিভকে ঘিরে রাখতে পারে, তাহলে রুশদের অগ্রগতি স্তিমিত হবে।
পশ্চিমকে ভাগ করতে হবে
পশ্চিমা দেশগুলো এখনো ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে। বিপরীতে রাশিয়ার ওপর নানামুখী নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। এ অবস্থায় রাশিয়ার কী করা উচিত? নিউইয়র্কের সোফান সেন্টার থিংক ট্যাংকের গবেষণা পরিচালক কলিন ক্লার্ক বলেছেন, ‘পুতিনের উচিত, পশ্চিমকে ভাগ করা। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে ইউক্রেন বাহিনীকে পিষে ফেলা।’
ইউক্রেনে পশ্চিমা সামরিক সাহায্য বিতরণের গতি খুব মন্থর ও ছোট হয়ে আসছে। অন্যদিকে যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানির মতো বিষয়গুলোর ওপর বিরূপ প্রভাব পড়ছে। বিশ্বজুড়ে বাড়ছে মূল্যস্ফীতি। এ অবস্থায় ইউক্রেনের ওপর থেকে জনসমর্থন কমতে পারে। শেষমেশ এর ফলাফল কী হবে? জেরুজালেম ইনস্টিটিউট ফর সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজির বিশ্লেষক আলেক্সান্ডার গ্রিনবার্গ বলেছেন, ‘মার্কিন প্রশাসন জেলেনস্কিকে বলতে পারে, আপনি আর যুদ্ধ চালাতে পারবেন না।’
দরকার উন্মুক্ত আলোচনা
পশ্চিমা নিষেধাজ্ঞা, যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের প্রাণহানি ও বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্রের ক্ষয়ক্ষতির কারণে রাশিয়া নিজেই বিপদের মধ্যে আছে। এই বিপদ আরও ডালপালা মেলার আগেই পুতিনকে আলোচনার সিদ্ধান্তে আসতে হবে। কলিন ক্লার্ক বলেছেন, ‘পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে পুতিন একসময় আলোচনায় বসতে বাধ্য হবেন।’
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য এরই মধ্যে আলোচনার প্রস্তাব উত্থাপন করেছেন। জুনের শেষের দিকে তিনি বলেছিলেন, ‘শর্ত সাপেক্ষে আলোচনায় বসা যেতে পারে।’ কিন্তু কিয়েভ কোনো শর্ত মেনে আলোচনায় বসতে রাজি নয়।
পিয়েরে রেজোক্স বলেছেন, জেলেনস্কি যদি শান্তিচুক্তি করতে ইচ্ছুকও হন, কট্টরপন্থী ইউক্রেনের সামরিক নেতারা রাজি হবেন না। তাঁরা মচকাবেন, কিন্তু ভাঙবেন না।
তথ্যসূত্র: এএফপি, ইংরেজি থেকে অনুবাদ মারুফ ইসলাম
গত ২৪ ফেব্রুয়ারি শুরু করা ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আগ্রাসন ইতিমধ্যে পাঁচ মাস পার করে ফেলেছে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে পরবর্তী করণীয় কী হবে, তা এখনই ঠিক করা ছাড়া আর উপায় নেই রুশ প্রেসিডেন্টের।
ইউক্রেন যুদ্ধের সবচেয়ে কৌশলগত শহর লিসিচানস্ক গত রোববার নিজেদের কবজায় নিয়েছে রুশ বাহিনী। এরপর অন্তত পাঁচটি বিষয় পুতিনের সামনে এসেছে, যেগুলো সম্পর্কে এখনই করণীয় ঠিক করা উচিত বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকেরা।
কেন্দ্রের দিকে অগ্রসর হওয়া
ইউক্রেনে আক্রমণ শুরু করার আগে থেকেই ইউক্রেনের দনবাস অঞ্চলের পুরোটাই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে ছিল এবং এখনো আছে। এর মধ্যে গত সপ্তাহে পুতিনের বাহিনী দুটি শহর লিসিচানস্ক ও সেভেরোদোনেৎস্ক দখল করে ফেলেছে। এখন কি এর আশপাশের অঞ্চলগুলোও দখলের দিকে মনোযোগ দেবে রুশ বাহিনী?
হ্যাঁ, সম্ভবত সেটাই করবে বলে মনে করেন প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ের গবেষক পিয়েরে গ্রাসার। তিনি বলেছেন, ‘স্লোভিয়ানস্ক ও ক্রামতোর্স্কসহ এর আশপাশের অঞ্চলগুলো দখল করা রুশ বাহিনীর কাছে এখন সময়ের ব্যাপার মাত্র।’
তবে ইউক্রেনের ওপর আরও বেশি আক্রমণ করার ব্যাপারে রাশিয়ার কিছু সীমাবদ্ধতা আছে। তারা চাইলেও ইউক্রেনের কেন্দ্রের দিকে খুব বেশি অগ্রসর হতে পারবে না। কারণ হিসেবে ফরাসি গবেষণা প্রতিষ্ঠান মেডিটারানিয়ান ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (এফএমইএস) একাডেমিক পরিচালক পিয়েরে রেজোক্স বলেছেন, রুশদের আগ্রাসন তাদের নিজেদের সীমানার কাছাকাছি, অস্ত্রাগারের কাছাকাছি ও বিমানঘাঁটির কাছাকাছি জায়গায় ফলপ্রসূ হয়েছে বটে, তবে তারা যতই ইউক্রেনের ভেতরের দিকে অগ্রসর হবে, যুদ্ধজয় ততই কঠিন হবে।
কে নেবে কৃষ্ণসাগরের নিয়ন্ত্রণ
ইউক্রেন যুদ্ধের শুরুর দিকেই দক্ষিণের শহর খেরসন দখলে নিয়েছে পুতিনের বাহিনী। কিন্তু কৃষ্ণসাগরের উপকূল এখনো নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি। এ অঞ্চলে কী করবে রুশ বাহিনী, তা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে আছে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর সাবেক জেনারেল মিক রায়ান বলেছেন, ‘দক্ষিণাঞ্চলে ইউক্রেন বাহিনীর পাল্টা আক্রমণ রুশ বাহিনীকে কিংকর্তব্যবিমূঢ় করে ফেলেছে। রুশরা কী সেখানে টিকে থাকতে পারবে? টিকে থাকার জন্য তারা কী সক্ষমতা আরও বাড়াবে? এ অঞ্চলটি যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট। কারণ, কৃষ্ণসাগরের বন্দরগুলো ইউক্রেন ও রাশিয়া—উভয়ের নিয়ন্ত্রণে রাখতে চায়।’
খারকিভ এখনো কিয়েভের দখলে
ইউক্রেনের অন্যতম বড় এক শহর খারকিভ। এটি রাশিয়ার উত্তর-পূর্ব সীমান্তের কাছে অবস্থিত। শহরটি এখনো কিয়েভের দখলে আছে। রুশ বাহিনী মরিয়া হয়ে চেষ্টা করছে এ শহর দখল নেওয়ার। পিয়েরে রেজোক্স বলেছেন, খারকিভ যদি রুশরা দখলে নিতে পারে, তাহলে তারা ধীরে ধীরে খেরসনের দিকে আক্রমণ কমাতে পারে। এটা নির্ভর করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তাঁর সেনা কমান্ডারদের ওপর। তারা যদি আরও বেশি সেনা মোতায়েন করে খারকিভকে ঘিরে রাখতে পারে, তাহলে রুশদের অগ্রগতি স্তিমিত হবে।
পশ্চিমকে ভাগ করতে হবে
পশ্চিমা দেশগুলো এখনো ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে। বিপরীতে রাশিয়ার ওপর নানামুখী নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। এ অবস্থায় রাশিয়ার কী করা উচিত? নিউইয়র্কের সোফান সেন্টার থিংক ট্যাংকের গবেষণা পরিচালক কলিন ক্লার্ক বলেছেন, ‘পুতিনের উচিত, পশ্চিমকে ভাগ করা। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে ইউক্রেন বাহিনীকে পিষে ফেলা।’
ইউক্রেনে পশ্চিমা সামরিক সাহায্য বিতরণের গতি খুব মন্থর ও ছোট হয়ে আসছে। অন্যদিকে যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানির মতো বিষয়গুলোর ওপর বিরূপ প্রভাব পড়ছে। বিশ্বজুড়ে বাড়ছে মূল্যস্ফীতি। এ অবস্থায় ইউক্রেনের ওপর থেকে জনসমর্থন কমতে পারে। শেষমেশ এর ফলাফল কী হবে? জেরুজালেম ইনস্টিটিউট ফর সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজির বিশ্লেষক আলেক্সান্ডার গ্রিনবার্গ বলেছেন, ‘মার্কিন প্রশাসন জেলেনস্কিকে বলতে পারে, আপনি আর যুদ্ধ চালাতে পারবেন না।’
দরকার উন্মুক্ত আলোচনা
পশ্চিমা নিষেধাজ্ঞা, যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের প্রাণহানি ও বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্রের ক্ষয়ক্ষতির কারণে রাশিয়া নিজেই বিপদের মধ্যে আছে। এই বিপদ আরও ডালপালা মেলার আগেই পুতিনকে আলোচনার সিদ্ধান্তে আসতে হবে। কলিন ক্লার্ক বলেছেন, ‘পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে পুতিন একসময় আলোচনায় বসতে বাধ্য হবেন।’
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য এরই মধ্যে আলোচনার প্রস্তাব উত্থাপন করেছেন। জুনের শেষের দিকে তিনি বলেছিলেন, ‘শর্ত সাপেক্ষে আলোচনায় বসা যেতে পারে।’ কিন্তু কিয়েভ কোনো শর্ত মেনে আলোচনায় বসতে রাজি নয়।
পিয়েরে রেজোক্স বলেছেন, জেলেনস্কি যদি শান্তিচুক্তি করতে ইচ্ছুকও হন, কট্টরপন্থী ইউক্রেনের সামরিক নেতারা রাজি হবেন না। তাঁরা মচকাবেন, কিন্তু ভাঙবেন না।
তথ্যসূত্র: এএফপি, ইংরেজি থেকে অনুবাদ মারুফ ইসলাম
ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষ থামিয়েছেন, তবে এটি একটি ভঙ্গুর চুক্তি। ভারত ওয়াশিংটনের মূল ভূমিকা পালনের দাবিকে প্রত্যাখ্যান করেছে। কারণ, এ চুক্তি কাশ্মীর নিয়ে মূল বিরোধের সমাধান করেনি, যা তিনটি পূর্ণাঙ্গ যুদ্ধের কারণ হয়েছে।
২ দিন আগেহোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে ইউক্রেনকে নিয়ে একটি নতুন নিরাপত্তা পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রও এ শান্তিরক্ষায় যুক্ত থাকবে।
৩ দিন আগেইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান নিয়ে আলোচনা জোরদার হয়েছে। এ নিয়ে আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে বিরল বৈঠক হয়েছে। গতকাল সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গেও ট্রাম্পের বৈঠক হয়েছে। এই আলোচনায় মূল কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইউক্রেনের
৩ দিন আগে২০১৩-১৪ সালে ইউক্রেনে ব্যাপক গণবিক্ষোভ শুরু হলে রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হন। এই রাজনৈতিক অস্থিরতার সুযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো রাষ্ট্রীয় প্রতীকবিহীন সশস্ত্র সৈন্য পাঠিয়ে ক্রিমিয়া দখল করে নেন। পরে পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার জন্য একটি
৪ দিন আগে