Ajker Patrika

খিচুড়ি সংগ্রাম পরিষদ

সম্পাদকীয়
খিচুড়ি সংগ্রাম পরিষদ

ঘটনাটা ঢাকা কেন্দ্রীয় কারাগারের। ১৯৬৭ সালের এপ্রিল মাস। পুরোনো ২০ সেলে যে ছাত্রবন্দীরা আছে, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে দাবি তুলেছে, খিচুড়ি খাওয়াতে হবে। কিন্তু এত বন্দীকে খাওয়াতে গেলে যে পরিমাণ রসদ দরকার হয়, তা জোগাড় করা কঠিন বলে শেখ মুজিব তাদের কথায় পাত্তা দেননি। নূরে আলম সিদ্দিকী, নুরুল ইসলামরা মিলে তখন গঠন করে ফেলেছেন ‘খিচুড়ি সংগ্রাম পরিষদ’। এরই মধ্যে একদিন রান্নাঘরের পাশের কাঁঠালগাছে পত্রিকার কাগজ ছিঁড়ে বানানো পোস্টার দেখতে পেলেন বঙ্গবন্ধু। সেই পোস্টারে কালি দিয়ে লেখা হয়েছে, ‘আমাদের দাবি মানতে হবে, খিচুড়ি দিতে হবে।’ 

২৯ এপ্রিল বেগম মুজিব কয়েক সের চাল, কিছু ডাল, তেল, ঘি, তরকারি, চা, চিনি, লবণ, পেঁয়াজ পাঠালেন জেলখানায়। ডিভিশন ‘ক’-এর কয়েদিরা ডিআইজি প্রিজনের অনুমতি নিয়ে বাড়ি থেকে এগুলো আনাতে পারে। খাদ্যগুলো পেয়ে বঙ্গবন্ধু ভাবলেন, এবার খিচুড়ি সংগ্রাম পরিষদের দাবি বাস্তবায়ন করা যাবে। নিজেদের খাবারের তালিকা থেকে এরই মধ্যে তারা কিছু মুরগি, ডিম বাঁচিয়েছিল। ফলে খিচুড়ির মালপত্র জোগাড় হয়ে গেল।

বঙ্গবন্ধুই মূল বাবুর্চি। তিনি আরও কয়েকজন কয়েদি বাবুর্চিকে বুঝিয়ে দিলেন কী করে রান্না করতে হবে। বড় পরিসরে রান্না। একটু উনিশ-বিশ হয়ে গেল। পানি বেশি হওয়ায় চাল-ডালের মণ্ড হয়ে গেল খিচুড়িটা। কিন্তু যারা খেল, তারা প্রশংসা করল এই খিচুড়ির। শাহ মোয়াজ্জেম হোসেন, নূরে আলম সিদ্দিকী, নুরুল ইসলাম বললেন, ‘মন্দ হয় নাই।’ সঙ্গে ছিল কচি মুরগির টুকরো, ডিম। খারাপ লাগবে কেন?

বঙ্গবন্ধু এই চাল-ডালের মণ্ড খাওয়ার পর বললেন, ‘আমি হেড বাবুর্চি। কিন্তু আমার মন রাখতে হবে না। আমিই তো খেয়েছি।’

খিচুড়ি সংগ্রাম আদায় পরিষদের দাবি আদায় হয়ে গেল। জেলখানা আবার ফিরে পেল তার নিজের গতি। 

সূত্র: শেখ মুজিবুর রহমান, কারাগারের রোজনামচা, পৃষ্ঠা ২৩৪-২৩৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত